ওয়েব ডেস্ক : আরও শক্তিশালী হতে চলেছে ভারত প্রতিরক্ষা ক্ষেত্র। এবার ভারতের অস্ত্রভাণ্ডারে যুক্ত হতে চলেছে ইজরায়েলের তৈরি অত্যাধুনিক LORA মিসাইল। সূত্রের খবর, এই মিসাইলকে স্ট্র্যাটেজিক অস্ত্র হিসেবে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে ভারত (India) ও ইজরায়েলের (Israel) মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও গভার হচ্ছে বলে মত কূটনৈতিক মহলের। ইজরায়েলের এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ (IAI)-এর তৈরি এই মিসাইল একটি ট্যাকটিক মিসাইল। যা ভূমি বা নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে উৎক্ষেপণ করা যায়। এই মিসাইলগুলি গুরুত্বপূর্ণ আপারেশনের ক্ষেত্রে ডিজাইন করা হয়েছে বলে খবর।
এই মিসাইলের (Missile) উল্লেখযোগ্য বৈশিষ্ট রেঞ্জ হল ৯০ থেকে ৪৩০ কিলোমিটার। টার্গেট ভেদে একদম নির্ভুল। এর ওয়ারহেড ক্যাপাসিটি ২৪০ কেজি এক্সপলোসিভ পেলোড। ১০ মিনিটের মধ্যেই ডিপ্লয়মেন্ট করা যাবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই মিসাইল ভারতের সীমান্তবর্তী অঞ্চলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য অত্যন্ত কার্যকর হতে পারে।
আরও খবর : তাহাউরের পর হ্যাপি পাসিয়া, খালিস্তানির জঙ্গির শীঘ্রই ভারতে প্রত্যার্পণ
বর্তমানে ভূ-রাজনৈতিক ভারত এমন একটি অস্ত্র খুঁজছিল যা স্ট্র্যাটেজিক অপারেশনের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ হবে। লোরা(Lora) সেই ক্ষতা মেটাতে সক্ষম। বর্তমানে ভারতীয় বায়ুসেনার অস্ত্রভাণ্ডারে রয়েছে ব্রহ্মোস (BrahMos), স্ক্যাল্প, ক্রিস্টাল মেজ-২-এর মতো মিসাইল। তবে লোরা অন্যদের থেকে একটু হালকা বলে একজায়গা থেকে অন্য জায়গায় দ্রুত মোতায়েন করা যাবে। যা ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই উদ্যোগ সফল হলে ভারতের স্ট্রাইক রেঞ্জ ও সার্জিক্যাল স্ট্রাইক ক্যাপাবিলিটি বহুগুণে বাড়বে। পাশাপাশি, ভারত (India)-ইজরায়েল (Israel) প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশ্ব রাজনীতিতে এই চুক্তিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন করে আলোচনা। বিশেষ করে, পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতিতে ভারত ও ইজরায়েলের ঘনিষ্ঠতা নতুন বার্তা দিচ্ছে আন্তর্জাতিক মঞ্চে।
দেখুন অন্য খবর :