নয়াদিল্লি: ভোর থেকে ঘন বিষাক্ত ধোঁয়ায় ঢেকেছিল রাজধানী দিল্লি (New Delhi)। বাতাসে দূষণের (AQI) মাত্রা এতটাই ছিল যে, শুক্রবার বিশ্বের সবথেকে বায়ুদূষিত শহরের তকমা পেল ভারতের দিল্লি। সুইস গোষ্ঠী আইকিউএয়ার-এর হিসাব অনুযায়ী ‘বিপজ্জনক’ শহরের তালিকায় ৬১১ নম্বরে স্থান পেয়েছে দিল্লি। পাকিস্তানের লাহোর শহরও ২৭৭ নম্বর স্থানে রয়েছে। রাজধানীর এই বায়ুদূষণের মাত্রায় সবথেকে চর্চায় রয়েছে আগামী সোমবার রাজধানীতে হতে চলেছে শ্রীলঙ্কা-বাংলাদেশের বিশ্বকাপের খেলা। তার আগে বায়ুদূষণের এই বিষ নিয়ে উদ্বেগে রয়েছে ক্রিকেট মহল।
দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান অশ্বিনী কুমার বলেন, দিল্লিতে এরকম অবস্থা আগামী দু-তিন সপ্তাহ ধরে চলবে। এর কারণ হিসেবে তিনি জানান, পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের কৃষকরা ফলের গোড়া পোড়ানোয় এই ধোঁয়ার সৃষ্টি হয়। তার সঙ্গে রয়েছে কলকারখানা ও গাড়ির ধোঁয়া। এমনিতেই উত্তর ভারতে এখন ঠান্ডা পড়ে গিয়েছে। ফলে বাতাস ভারী হয়ে গিয়েছে এবং গতিও খুব কম। তাই সব মিলিয়ে বায়ুদূষণ খুবই বিপজ্জনক পর্যায়ে চলে গিয়েছে।