ওয়েবডেস্ক: দেশের সঙ্গে সঙ্গে প্রয়োজন নাগরিক জীবনের (Civil Life) সুরক্ষার (Protection) । তাই এবার আধার আপডেটকরণ প্রক্রিয়াকে (Aadhaar updating process) সহজ অথচ নিরাপত্তার ঘেরাটোপে বেঁধে দিল কেন্দ্র সরকার। এবার থেকে আধার আপডেট (Adhar Update0 করার জন্য হার্ড কপি/ সফট কপির প্রয়োজন নেই, মুখের আইডি স্ক্যান (Face ID scan) করানোর সঙ্গে সঙ্গেই আপনার আপডেট হয়ে যাবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Union Railway Minister Ashwini Vaishnav)।
মঙ্গলবার এই আধার অ্যাপ চালু করা হয়েছে। অতি সহজেই, নিরাপদে নাগরিক সমাজ আধার আপডেট করতে পারবে। এই নয়া অ্যাপে QR কোড এবং রিয়েল-টাইম ফেস আইডি সাহায্য়ে দ্রুত সনাক্তকরণের সুবিধা রয়েছে । অ্যাপটি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র সাহায্যে তৈরি করা হয়েছে। শীঘ্রই সারাদেশে উপলব্ধ হবে।
New Aadhaar App
Face ID authentication via mobile app❌ No physical card
❌ No photocopies🧵Features👇 pic.twitter.com/xc6cr6grL0
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) April 8, 2025
এই সময়ে যেকোনও জায়গাতে যেমন হোটেল, অফিস, কলেজ সব জায়গাতেই আধারের হার্ড বা সফট কপি চাওয়া হয়। কিন্তু এখন থেকে সেই সমস্ত ঝক্কি আর পোহাতে হবে না।
আরও পড়ুন: এখনও সরকারি বাসভবন মেলেনি রেখার, নয়া বাংলো পেলেন অতিশী
UIDAI আধার কার্ডে স্মার্ট ফেস অথেনটিকেশন ফিচার যুক্ত করেছে। আপনার স্মার্টফোনের সাহায্যে কেবল আপনার মুখ স্ক্যান করেই হয়ে যাবে সব কাজ। বেরিয়ে আসবে ‘আধার ডিটেইলস’। যা একজন ব্যক্তিকে আরও নিরাপত্তা ও সুরক্ষা দেবে।
অশ্বিনী বৈষ্ণবের মতে, এর ফলে আধার যাচাইকরণের প্রক্রিয়া সহজ হবে।
অ্যাপটি কিভাবে কাজ করবে-
নয়া আধার অ্যাপ ব্যবহারের সুবিধা
উল্লেখ্য, নয়া এই আধার অ্যাপটি আপাতত গুগল প্লে স্টোরে (Google Play Store) পাওয়া যাচ্ছে না। সর্বদা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর সোর্স থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে। অন্য কোনও আইডি থেকে যদি এই অ্যাপ ডাউনলোড করার আবেদন আসে, তাহলে সাবধান থাকতে হবে।