ওয়েবডেস্ক-অপারেশন সিঁন্দুরের (Operation Sindur) পরেই প্রথম এনডিএ বৈঠক (NDA Meeting) করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)। মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের নিয়ে এই বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এদিনে বৈঠকে পহেলগামে ঘটনায় নিহতদের উদ্দেশে শ্রদ্ধা জানানো হয়।
রবিবারের এই বৈঠকে অপারেশন সিঁন্দুরে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাহসী নেতৃত্বের প্রশংসা করে একটি প্রস্তাব পাস করা হয়।
শিবসেনা নেতা এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রস্তাবিত প্রস্তাবে বলেন, অপারেশন সিঁন্দুর ভারতীয়দের আত্মবিশ্বাস বাড়িয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তিনি সর্বদা সশস্ত্র বাহিনীর এই প্রত্যাঘাকে সমর্থন জানিয়েছেন। সেইসঙ্গে শিন্ডে বলেন, এই প্রত্যাঘাত সন্ত্রাসবাদী ও তাদের যারা লালন পালন করে তাদের উপযুক্ত জবাব দিয়েছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সহ বিজেপির একঝাঁক নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সহ এনডিএ শাসিত রাজ্যের সহ ১৯ জন মুখ্যমন্ত্রী সহ উপ মুখ্যমন্ত্রীরা।
আরও পড়ুন- অপারেশন সিঁদুরের পর প্রথম ‘মন কি বাত’ প্রধানমন্ত্রীর
বিজেপি সূত্রে খবর, এই আলোচনায় জাতিসুমারি গণনা সহ মোদি সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বার্ষিকী ও সুশাসনের বিষয়গুলি তুলে ধরা হবে। বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী তাদের রাজ্যের স্বাক্ষরিত পরিকল্পনা সম্পর্কে বৈঠকে উপস্থাপন করেছেন। এনডিএ-র ঐক্যবদ্ধ ছবি তুলে ধরতেই এই বৈঠকের আয়োজন।
পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাজের সঙ্গে যাতে এনডিএ শাসিত রাজ্যের কাজের সমন্বয় নিশ্চিত করাও এই বৈঠকের অন্যতম আলোচনার বিষয়।
তবে এদিন মাঝপথেই হঠাৎ বৈঠক ছেড়ে বেরিয়ে যান নীতিশ কুমার। কী কারণে মাঝপথে তিনি বেরিয়ে যান, তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, নীতীশ কুমার অসুস্থবোধ করছিলেন। আবার বৈঠকে যোগ দেবেন তিনি বলে খবর। প্রধানমন্ত্রীর ভাষণের সময় উপস্থিত থাকার কথা তাঁর।
দেখুন ভিডিও-