মুম্বই: আরিয়ান খান মাদক মামলা নিয়ে বিস্ফোরক দাবি করলেন মহারাষ্ট্রে উদ্ধব সরকারের সহযোগী ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী নবাব মালিক। তাঁর বক্তব্য, প্রমোদতরী থেকে আটক করা বেশ কয়েকজনকে ছেড়ে দিয়েছেন এনসিবির আধিকারিকরা। কী কারণে তাঁদের ছাড়া হল, সেই প্রশ্ন তুলেছেন নবাব।
নবাব মালিকের দাবি, ওইদিন মোট ১১ জনকে আটক করেছিল এনসিবি। মুম্বই পুলিশের কাছেও এই তথ্য রয়েছে। কিন্তু ৩ জনকে ছেড়ে দেওয়া হয়। তাঁরা হলেন, ঋষভ সচদেব, প্রতীক গাবা এবং আমির ফার্নিচারওয়ালা। এদের মধ্যে ঋষভ বিজেপি নেতা মোহিত ভারতীর আত্মীয়।
আরও পড়ুন: আরিয়ান খান মাদক মামলা: এনসিবির অভিযানে দুই রহস্যময় ব্যক্তির পরিচয় ঘিরে ধোঁয়াশা
কার নির্দেশে তাঁদের ৩ জনকে ছাড়া হল, সেই প্রশ্নও তুলেছেন নবাব। তাঁর দাবি, বিজেপি কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের নির্দেশেই তাঁদের ছাড়া হয়েছে। নবাবের বক্তব্য, এনসিবি হোয়াটসঅ্যাপের উপর ভিত্তি করে তদন্ত চালাচ্ছে। তা সত্ত্বেও ওই তিনজনের ফোন বাজেয়াপ্ত করা হয়নি কেন? এনসিপি মুখপাত্রের দাবি, প্রমোদতরীতে অভিযানের ঘটনাটি ভুয়ো। পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিত। সমীর ওয়াংখেড়ের কল রেকর্ড চেক করা হোক। পরবর্তী টার্গেট শাহরুখ খান!
Rishabh Sachdeva and Pratik Gaba can be seen exiting from the NCB office after detention. pic.twitter.com/1KTS3QykPs
— Nawab Malik نواب ملک नवाब मलिक (@nawabmalikncp) October 9, 2021
গত রবিবার মাদক সহ গ্রেফতার করা হয় আরিয়ানকে। সে দিন কর্ডেলিয়া ক্রুজ নামে এক প্রমোদতরীতে একটি মিউজিক্যাল সফরের আয়োজন করা হয়েছিল। পনেরোশো যাত্রী নিয়ে মুম্বই থেকে গোয়া রওনা হয়েছিল ওই বিলাসবহুল প্রমোদতরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড, ফ্যাশন, বাণিজ্যজগতের বহু মানুষ। ওই প্রমোদতরণীতে ড্রাগ-মজুতের আগাম খবর যায় এনসিবির কাছে।
আরও পড়ুন: খারিজ জামিনের আবেদন, জেলেই থাকতে হবে আরিয়ানকে
সেখান থেকেই শাহরুখ পুত্র আরিয়ান, তাঁর ঘনিষ্ঠ বন্ধু-সহ মোট ১১ জনকে আটক করে এনসিবি। তিনজনকে ছেড়ে দেওয়া হয়। রবিবার টানা জেরার পর আরিয়ান সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। আরিয়ানের কাছ থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ৫ গ্রাম মেফেড্রোন ও ২২টি এমডিএমএ (একস্ট্যাসি) পিলস উদ্ধার করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা।