রাঁচি: মাওবাদী হামলার বড়সড় ছক ভেস্তে দিল যৌথ বাহিনী৷ বড় দুর্ঘটনা ঘটার আগেই উদ্ধার হয় তিনটি আইইডি৷ ঝাড়খণ্ডের চৌবাসা জেলার ঘটনা৷ রবিবার মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযানে নামে যৌথ বাহিনী৷ তখনই গভীর জঙ্গলে লুকানো তিনটি আইইডি বিস্ফোরকের হদিশ পান জওয়ানরা৷ প্রত্যেকটির ওজন পাঁচ কেজি৷ জেলা পুলিস জানিয়েছে, বিস্ফোরণে অনেক বড় ক্ষয়ক্ষতি হতে পারত৷ প্রাণ হারাতে পারতেন জওয়ানরা৷ তাই আইইডিগুলো উদ্ধার হওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে৷ উদ্ধারের পরই আইইডিগুলো নিষ্ক্রিয় করা হয়৷
Jharkhand: Three IEDs weighing five kg each recovered in Chaibasa during a joint search operation by police & CRPF personnel, yesterday. They were defused on the spot. IEDs were planted in the jungle to cause harm to security forces, says Chaibasa Police#Jharkhand
— Dynamite News (@DynamiteNews_) May 2, 2022
যৌথ বাহিনীর কাছে খবর ছিল, মাতকরের জঙ্গলের গভীরে আইইডি পুঁতে রাখার পরিকল্পনা করেছে মাওবাদীরা৷ তল্লাশির সময় প্রত্যেকটি বিস্ফোরক খুঁজে পায় যৌথ বাহিনী৷ পুলিস জানিয়েছে, পাথর দিয়ে বিস্ফোরকগুলি ঢেকে রাখা হয়েছিল যাতে কারও গোচরে না পড়ে৷ খবর পেয়ে বম্ব স্কোয়াড এসে সেগুলি নিষ্ক্রিয় করে৷ গত মাসে এই চৌবাসাতে ১৪ কেজির আইইডি উদ্ধার করেছিল যৌথ বাহিনী৷ মাওবাদীদের খোঁজে পুলিসকে সঙ্গে নিয়ে আধা সেনা মাঝেমধ্যেই ঘন জঙ্গলে তল্লাশি অভিযানে নামে৷ যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে ব্যাঘাত ঘটাতেই আইইডিগুলো আগে থেকে সেখানে লুকিয়ে রাখে মাওবাদীরা৷
আরও পড়ুন: Bankura Maoist Poster: ‘মাওবাদী জিন্দাবাদ’ লেখা পোস্টার উদ্ধার বাঁকুড়ায়