চন্ডীগড়: বিদ্যুৎ বিভ্রাট নিয়ে পঞ্জাব সরকারকে কাঠগড়ায় তুলেছিলেন নভজ্যোৎ সিং সিধু৷ তারপরই সোশ্যাল মিডিয়ায় সিধুর সাড়ে ৮ লক্ষ বকেয়া বিদ্যুৎ বিল ভাইরাল হয়৷ রবিবার সিধু নিজেই বিদ্যুৎ বিলে ছাড়ের কথা বললেন৷ ২৪ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ-সহ গ্রাহক পিছু ৩০০ ইউনিট বিদ্যুৎ নিখরচায় পাওয়ার কথা বলেছেন৷ ঘরোয়া এবং শিল্পে ব্যবহৃত বিদ্যুত মূল্য কমের দাবি করেছেন৷
সিধু রবিবার তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, “পাঞ্জাব ইতিমধ্যে ৯০০০ কোটি টাকা ভর্তুকি সরবরাহ করেছে৷ আমাদের অবশ্যই ঘরোয়া ও শিল্প গ্রাহককে ইউনিট প্রতি বিদ্যুৎ মূল্য ইউনিট প্রতি ১০-১২ টাকার পরিবর্তে ৩-৫ টাকা করা উচিত৷ এবং ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ-সহ গ্রাহককে ৩০০ ইউনিট বিদ্যুৎ নিখরচায় পাওয়া উচিত৷
Punjab already provides 9000 Crore Subsidy but we must do more for Domestic & Industrial consumer giving power at Rs 3-5 per unit instead of surcharge inflated Rs 10-12 per unit, along 24-hour supply with No Power-Cuts & Free Power (Upto 300 Units).. It is definitely achievable.
— Navjot Singh Sidhu (@sherryontopp) July 4, 2021
আরও একটি টুইটে সিধু লিখেছেন, মানুষের স্বার্থে ১৮ দফা অ্যাজেন্ডা নিয়ে কংগ্রেস হাই কমান্ডের সঙ্গে আলোচনা করতে হবে৷ জাতীয় বিদ্যুৎ মূল্য অনুযায়ী পঞ্জাবের বিদ্যুৎ মূল্য নির্ধারণ করা হবে৷
Let us start with Congress High Command’s Pro-People 18 Point Agenda and get rid of the faulty un-negotiable Badal-signed Power Purchase Agreements through “New Legislation in Punjab Vidhan Sabha” fixing rates as per National Power Exchange with No fixed charges !
— Navjot Singh Sidhu (@sherryontopp) July 4, 2021
অন্যদিকে, গত শুক্রবার সোশ্যাল মিডিয়ায় সিধুর বকেয়া বিদ্যুৎ বিল ভাইরাল হয়ে হয়েছে। সিধুরই বকেয়া বিলের অঙ্ক ৮ লক্ষ টাকারও অনেক বেশি! সূত্রানুসারে, গত বছর থেকে সিধুর অমৃতসরের বাড়ির বকেয়া বিলের অঙ্ক ছিল প্রায় ১৭ লক্ষ টাকা! এর মধ্যে ১০ লক্ষ টাকা তিনি মিটিয়ে দেন মার্চ মাসে। এই মুহূর্তে বাকি মাসগুলির বিল ও আগের বকেয়া মিলে তাঁর মোট বকেয়া ৮ লক্ষ ৬৭ হাজার ৫৪০ টাকা।
পাঞ্জাবে বিদ্যুতের ঘাটতি আকাশছোঁয়া৷ নিয়মিত লোডশেডিংয়ের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংকে আক্রমণ করে ৯টি টুইট করেন সিধু। সামনেই পাঞ্জাবের নির্বাচন। এই পরিস্থিতিতে শোনা যাচ্ছিল, পাঞ্জাব কংগ্রেসের অন্তর্কলহ মেটাতে বড় দায়িত্ব দেওয়া হতে পারে নভজ্যোত সিং সিধুকে।