নয়াদিল্লি: ২ থেকে ৮ জুলাই প্রতিদিন ন্যাশনাল হেরাল্ড মামলার (National Herald Case) শুনানি চলবে দিল্লি আদালতে (Delhi Court)। ন্যাশনাল হেরাল্ড সংস্থার সম্পত্তি হস্তান্তরে বেআইনি আর্থিক লেনদেনে অভিযুক্ত হয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi), সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ও অন্যান্যরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এই মামলা সম্পর্কে এদিন কিছু বক্তব্য পেশ করলে বিতর্কিত সম্পত্তির মালিকানা এবং শেয়ার হোল্ডিং নিয়ে আদালত কিছু প্রশ্ন তুলেছে।
তদন্ত সূত্রে তৈরি বিপুল নথি পর্যালোচনার জন্য অভিযুক্তদের তরফে দীর্ঘ সময় প্রার্থনা করা হলে তা মঞ্জুর করেন বিশেষ বিচারক বিশাল গগ্নে। প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইন ছাড়াও ভারতীয় ফৌজদারি আইনের বিশেষ ধারা অনুযায়ী অভিযোগ পেশ হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। অসদুপায়ে সম্পত্তি হস্তগত করার ফৌজদারি অভিযোগও দায়ের হয়েছে।
আরও পড়ুন: পাক গোলায় ক্ষতিগ্রস্ত মসজিদ সারিয়ে দিল ভারতীয় সেনা
উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী সোনিয়া ও রাহুল গান্ধী ছাড়াও মতিলাল ভোরা, অস্কার ফার্নান্দেজ, সুমন দুবে, স্যাম পিত্রোদা ও অন্যান্যদের বিরুদ্ধে জালিয়াতি, ফৌজদারি চক্রান্ত, ফৌজদারি বিশ্বাসভঙ্গ এবং সম্পত্তিগত তথ্য কারচুপির অভিযোগ আনেন।
বুধবার দিল্লি আদালতে ইডির তরফে দাবি করা হয়, ন্যাশনাল হেরাল্ড আর্থিক কারচুপির মামলায় সোনিয়া এবং রাহুল ১৪২ কোটি টাকা হস্তগত করেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনে মামলা দাঁড় করানো হয়েছে। প্রসঙ্গত, এই মামলার সূত্রপাত সুব্রহ্মণ্যম স্বামীর ২০১৪ সালের অভিযোগ থেকে। ২০২১ সালে এ মামলার তদন্ত শুরু করে ইডি।
দেখুন অন্য খবর: