কলকাতা টিভি ওয়েব ডেস্ক: দলের সংসদদের হেনস্তার প্রতিবাদে লোকসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে চায় কংগ্রেস। সোমবার সেই দাবিতেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করলেন কংগ্রেসের একাধিক নেতৃত্ব। একইসঙ্গে এদিন তাঁরা রাষ্ট্রপতির কাছে ‘অগ্নিপথ’ প্রকল্প প্রত্যাহারের দাবিও তোলেন।
এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে বার বার ডেকে পাঠিয়ে ‘হেনস্থা’ করা করা এবং বাকি সংসদেরও হেনস্তার অভিযোগে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, রাজ্যসভার সাংসদ পি চিদম্বরম, জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ কে সি ভেনুগোপাল এবং রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। একই সঙ্গে তাঁরা লোকসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে একটি স্মারকলিপি তুলে দিয়েছেন।
ন্যাশনাল হেরাল্ড মামলায় সোমবারও ইডি দফতরে হাজিরা দিয়েছেন রাহুল গান্ধী। গত সপ্তাহে এই মামলায় আরও ৩ দিন ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন কংগ্রেস সাংসদ। শুক্রবারেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও সোনিয়া গান্ধীর অসুস্থতার জন্য ইডির তরফ থেকে সময় চেয়ে নিয়েছিলেন রাহুল। রাহুলকে এভাবে বারবার কেন্দ্রীয় সংস্থা ডেকে হেনস্তা করছে। এই অভিযোগে গত সপ্তাহ থেকেই দেশ জুড়ে পথে নেমেছে কংগ্রেস।
গত সপ্তাহের সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনই প্রায় ৩০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা রাহুলকে। ওই তিনদিনই কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে পুলিসের দফায় দফায় সংঘর্ষ হয়। সোমবার প্রতিবাদ জারি রাখতে আর পথে নেমে নয়। দিল্লির যন্তর মন্তরে ধর্না দিয়ে প্রতিবাদ দেখিয়েছেন কংগ্রেস নেতারা। আর এরপরেই এই বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে কংগ্রেস।
আরও পড়ুন- Agnipath scheme: অগ্নিপথ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনির প্রধানের বৈঠক মঙ্গলবার
সাংসদের হেনস্থা ছাড়াও অগ্নিপথ নিয়ে দেশের বর্তমান পরিস্থিতিও বর্ণনা করেন তাঁরা। রাষ্ট্রপতিকে জানান, মাত্র চার বছরের জন্য সামরিক বাহিনীতে চুক্তির ভিত্তিতে ‘অগ্নিপথ’ নিয়োগের বিরুদ্ধে দেশজুড়ে কিভাবে বিক্ষোভ চলছে। একই সঙ্গে এই অগ্নিপথ’ প্রকল্প প্রত্যাহারের দাবিও করেন।