কলকাতা টিভি ওয়েব ডেস্ক: মঙ্গলবার ইডি ফের তলব করল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। এই নিয়ে পঞ্চমবার তাঁকে তলব করা হল। সোমবার সকাল থেকে ইডির সদর দফতরে রাহুলকে টানা জিজ্ঞসাবাদ চালান কেন্দ্রীয় সংস্থার অফিসাররা। রাত ৯টা তেও জিজ্ঞাসাবাদ চলছে বলে ইডি সূত্রের খবর।
এদিন সকাল থেকেই দিল্লির ইডি দফতরে দিল্লি পুলিস ও আধা সেনার কড়া নিরাপত্তা বলয় তৈরি ছিল। গোটা এলাকায় জারি কড়া হয় ১৪৪ ধারা। গত সপ্তাহের মতো যাতে কংগ্রেস নেতাকর্মীরা ইডি দফতরের ধারে কাছে ঘেঁষতে না পারেন তার জন্যই নিরাপত্তার এত কড়াকড়ি। ব্যারিকেট দিয়ে মুড়ে ফেলা হয় গোটা চত্বর। গত সপ্তাহের সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনই প্রায় ৩০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা রাহুলকে। ওই তিনদিনই কংগ্রেস নেতা কর্মীদের সঙ্গে পুলিসের দফায় দফায় সংঘর্ষ হয়। প্রতিবাদে এদিন কংগ্রেস রাষ্ট্রপতির কাছেও দরবার করে।
ন্যাশনাল হেরাল্ডের প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালের সম্পত্তির হাতবদল নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর মেলেনি রাহুলের থেকে৷ সোনিয়া-রাহুলের মালিকানাধীন সংস্থা ইয়ং ইন্ডিয়ার হাতে ওই সব সম্পত্তির মালিকানা চলে যাওয়ায় গান্ধী পরিবারের মুনাফা হয়েছে বলে অভিযোগ৷ এ ব্যাপারে রাহুল গান্ধীকে গত সপ্তাহে তিনদিন ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি৷ সোম, মঙ্গল, বুধবার ৩০ ঘণ্টার কাছাকাছি সময় রাহুল ইডি দফতরে কাটান৷ ওই মামলায় আরও কিছু প্রশ্নের উত্তর পেতে শুক্রবারও কংগ্রেস নেতাকে তলব করেছিল ইডি৷ কিছু ব্যক্তিগত কারণে ওইদিন হাজিরা দিতে চাননি তিনি। সেই কারণে জিজ্ঞাসাবাদের দিন পিছনোর আর্জি জানিয়েছিলেন রাহুল৷
আরও পড়ুন – Sonia Gandhi: ৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন সনিয়া