কলকাতা টিভি ওয়েব ডেস্ক: চলতি বছরে প্রথমবারের জন্য বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী মাসের শুরুতে প্রধানমন্ত্রী ইউরোপ সফরে যাবেন বলে জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। মে মাসের ২ তারিখে রওনা দেবেন তিনি। তাঁর সফর চলবে ৪ মে পর্যন্ত। এই দু’দিনে তিনি জার্মানি (Germany), ডেনমার্ক (Denmark) এবং ফ্রান্স (France) সফর করবেন।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সফর শুরু করবেন জার্মান থেকে। সেখানে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের (Olaf Scholz) সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বিভিন্ন বিষয়ে। এই জার্মান সরকার ক্ষমতায় আসার পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম জার্মান সফর। এই সফরে জার্মানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
এরপর তিনি যাবেন ডেনমার্কে। প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের আমন্ত্রণে কোপেনহেগেনে যাবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে নর্ডিক রাষ্ট্রগুলির প্রধানদের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী। এই সম্মেলনে আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড ও সুইডেনের রাষ্ট্রনেতারা অংশ নেবেন। করোনা অতিমারি, জলবায়ু পরিবর্তন, করোনা পরবর্তী বিশ্ব অর্থনীতির পুনরুজীবন, বৈদেশিক বাণিজ্য, শিক্ষা এবং আমদানি-রফতানি নীতি নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী।
PM Modi will thereafter travel to Copenhagen at the invitation of Denmark PM Mette Frederiksen. He'll also participate in 2nd India-Nordic Summit being hosted by Denmark. On his return journey on May 4 PM will briefly stopover in Paris and meet French President Emmanuel Macron pic.twitter.com/KJtotUWwz0
— ANI (@ANI) April 27, 2022
৪ মে তিনি পৌঁছবেন ফ্রান্স। প্যারিসে ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তিনি দেখা করবেন। কয়েকদিন আগেই ভোটে লড়ে ফের মসনদে বসেছেন ম্যাক্রোঁ। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, এ বছর ভারত ও ফ্রান্স দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন করছে। সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে দুই রাষ্ট্রনেতার বৈঠক হবে।