ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার রাজস্থানের পাক সীমান্তবর্তী জেলা বিকানেরে ১০৩টি অমৃত ভারত স্টেশন (Amrit Bharat Station Scheme) ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বিভিন্ন রাজ্যের স্বকীয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলিতে। এই অনুষ্ঠান থেকে পহেলগামে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) ও অপারেশন সিঁদুরের (Operation Sindoor)। মাত্র ২২ মিনিটে ভারতীয় সৈন্যরা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গার জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। ১০০-র বেশি জঙ্গি নিকেশের দাবিও করেছে সেনাবাহিনী। সেই অভিযানের সাফল্যের কথা বলতে গিয়ে বৃহস্পতিবার রাজস্থানে কার্যত পড়শি দেশকে উদ্দেশ্য করে আরও বড় হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, ‘আমার শিরায় শিরায় গরম রক্তের বদলে সিঁদুর বইছে। অপারেশন সিঁদুর কোনও প্রতিশোধ নয়। এটা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ন্যায়ের লড়াই।
অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলতে গিয়ে ফের একবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, যারা ভারতের মা-বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান যে সন্ত্রাসের মদতদাতা তা একাধিকবার প্রমাণ হয়েছে। অপারেশন সিঁদুরের যে যে জঙ্গিরা নিহত হয়েছে তাদের কফিনে পাকিস্তানের জাতীয় পতাকা লাগানো ছিল। এমনকী তাদের শেষকৃত্যে পাকিস্তানের সেনা বাহিনীর অফিসাররা ও পুলিশ আধিকারীকরা উপস্থিত ছিল। সেই ছবি প্রকাশ করে ভারত পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে। পাকিস্তান যে সন্ত্রাসের মদতদাতা তা প্রমাণ করে দিয়েছে। এদিন বিকানেরে ফের একবার পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন, ২২ এপ্রিলের জবাব ২২ মিনিটে দিয়েছি। মুখোমুখি লড়াই হলে পাকিস্তান কোনও দিন ভারতের সামনে দাঁড়াতে পারবে না।
আরও পড়ুন: জাপানের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতের প্রতিনিধি দলের বৈঠক
মোদি বলেন, ‘‘প্রতিটা সন্ত্রাসবাদী হামলার মূল্য চোকাতে হবে পাকিস্তানকে। পাকিস্তানের সেনা, তাদের অর্থনীতিকে এই মূল্য চোকাতে হবে। পাকিস্তান এই এয়ারবেসকেও নিশানা করেছিল, কিন্তু কোনও ক্ষতি করতে পারেনি। এখান থেকে কিছু দূরেই পাকিস্তানের এয়ারবেস আছে, জানি না কবে খুলবে। আইসিইউ-তে আছে। পাকিস্তানের রহিম ইয়ার খান বায়ুসেনাঘাঁটি এখন আইসিইউ-তে রয়েছে! সিঁদুর যারা মুছতে এসেছিল, ভারতের বুকে সন্ত্রাস চালাতে এসেছিল। তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। নিজেদের দেশকে কোনও ভাবেই নত হতে দেব না। প্রথমে ঘরে ঢুকে মেরেছিলাম। এ বার সরাসরি বুকে মেরেছি।
তিনি বলেন, সন্ত্রাসবাদকে ভারতের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার করেছে। স্বাধীনতার পর থেকে এটাই চলছে। পাকিস্তান সন্ত্রাস হামলা চালাত, ভারতে ভয় তৈরি করত। কিন্তু পাকিস্তান ভুলে গিয়েছিল, এখন মোদি বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মোদির মাথা ঠান্ডা, কিন্তু রক্ত গরম। মোদির শিরায় রক্ত নয়, গরম সিঁদুর বইছে। সন্ত্রাসবাদ লালনকারী দেশকে আলাদাভাবে দেখা হবে না। পাকিস্তানের এই খেলা আর চলবে না। গোটা বিশ্বে পাকিস্তানের মুখোশ খুলতে আমাদের প্রতিনিধি দল পৌঁছচ্ছে। পাকিস্তানের আসল চেহারা গোটা বিশ্বকে দেখানো হবে।
দেখুন ভিডিও