কলকাতা টিভি ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের শীর্ষস্থানীয় শিখ বুদ্ধিজীবীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দিল্লির ৭ লোক কল্যাণ মার্গে দেখা করেন। বৃহস্পতিবারের বৈঠকে কৃষক কল্যাণ যুব ক্ষমতায়ন মাদকমুক্ত সমাজ জাতীয় শিক্ষানীতি দক্ষতা কর্মসংস্থান প্রযুক্তি এবং পঞ্জাবের সামগ্রিক উন্নয়নের বিভিন্ন বিষয় ঐশিক প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি কথোপকথন হয়।
এদিনের বৈঠকের পর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আনন্দের সঙ্গে জানান বুদ্ধিজীবী সমাজের মতামতের নির্মাতা। ওই প্রতিনিধি দলের সদস্যদের জনসাধারণকে সম্পৃক্ত ও শিক্ষিত করার জন্য এবং নাগরিকদের সঠিকভাবে অবহিত করার আহান জানিয়ে তিনি ঐক্যের চেতনার উপর জোর দেন, যা দেশের বিস্মৃত এবং সুন্দর বৈচিত্রের মধ্যে কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে কাজ করবে।
নরেন্দ্র মোদি এদিন মাতৃভাষায় শিক্ষার গুরুত্ব উপর জোর দেন। ভারতীয় ভাষাকে পেশাদার পাঠক্রম হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে, যাতে মাতৃভাষায় উচ্চশিক্ষা বাস্তবে পরিণত হয়।
এদিনের বৈঠকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিক বুদ্ধিজীবীদের প্রতিনিধিদল জানান, দেশের প্রধানমন্ত্রী এমন আনুষ্ঠানিক পরিবেশে তাদের সঙ্গে যুক্ত হবেন তারা তারা কল্পনাও করতে পারেননি। এমনকি শিখ সম্প্রদায়ের উন্নতির জন্য প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন তাঁরা।