পঞ্জাব: অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর পঞ্জাবের বায়ুসেনার বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Nnarendra Modi)। মঙ্গলবার পঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে (Narendra Modi Visits Adampur Air Base) গেলেন প্রধানমন্ত্রী। দেখা করলেন বায়ুসেনার জওয়ানদের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথাও বলেন। সাধুবাদ জানালেন ‘অপারেশন সিঁদুরের’ জন্য। বৃহস্পতিবার ও শুক্রবার ভারতে যে যে সেনাঘাঁটিগুলিতে হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। তাদের মধ্যে অন্যতম আদমপুরের বায়ুসেনা ঘাঁটি। বায়ুসেনার তৎপরতায় সেই হামলা প্রতিহত করা হয়েছে।
পঁচিশ মিনিটের ভারতের অপারেশন সিঁদুর। ৭ মে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি ধুলিসাৎ করে দেয় ভারতীয় বায়ুসেনা। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। এরপর ভারত একাধিকবার দাবি করেছে, ভারতের লড়াই পাক সেনার বিরুদ্ধে নয়, ভারতের লড়াই জঙ্গিদের বিরুদ্ধে। তারপরও নির্লজ্জের মতো ভারতের ধর্মীয়স্থান, স্কুল, হাসপাতালে হামলা চালিয়েছে পাকিস্তান। এমনকী বারত-পাকিস্তান দুদেশ যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরও কাপুরুষের মতো ভারতের একাধিক জায়গায় হামলা চালিয়েছে। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। ভারতের তরফে কড়া ভাষায় জানানো হয়েছে যেকোনও জঙ্গি কার্যকলাপ যুদ্ধ হিসেবে দেখবে ভারত। ভারতের প্রত্যাঘাতে তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের একধিক বায়ু সেনাঘাঁটি। ভেঙে পড়েছে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেম। সেনার অভিযানে নিহত হয়েছে ১০০ জনের বেশি জঙ্গি। পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত এবং পাক হামলা দক্ষতার সঙ্গে রুখে দেওয়ায় তিন বাহিনীর প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। এ বার খোদ তাঁদের সঙ্গেই দেখা করতে বায়ুসেনাঘাঁটিতে গেলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: কাশ্মীরের সোপিয়ানে সেনাকে লক্ষ্য করে গুলি, খতম তিন জঙ্গি, আটক ২ লস্করের সদস্য
আদমপুর বায়ু সেনাঘাঁটিতে গিয়ে জওয়ানদের মোদির অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডলে বায়ুসেনাঘাঁটিতে জওয়ানদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন মোদি। তিনি লেখেন, ‘‘মঙ্গলবার সকালে আদমপুরের বায়ুসেনাঘাঁটিতে গিয়েছিলাম। আমাদের বাহাদুর জওয়ানদের সঙ্গে দেখা করলাম। যারা পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, তাদের সঙ্গে সাক্ষাৎ আমার কাছে এক বিশেষ অভিজ্ঞতা। সেনাবাহিনীর প্রতি গোটা দেশ কৃতজ্ঞ। তারা দেশের সুরক্ষার জন্য সর্বদা প্রস্তুত।
Earlier this morning, I went to AFS Adampur and met our brave air warriors and soldiers. It was a very special experience to be with those who epitomise courage, determination and fearlessness. India is eternally grateful to our armed forces for everything they do for our nation. pic.twitter.com/RYwfBfTrV2
— Narendra Modi (@narendramodi) May 13, 2025
দেখুন ভিডিও