নয়াদিল্লি: করোনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ব্রিকস গোষ্ঠীভুক্তদেশগুলিকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় ১৫ তম ব্রিকস সম্মেলন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবারের সভাপতিত্ব করছে ভারত। এদিন ব্রিকসের ভার্চুয়াল সম্মেলনে ভারত ছাড়াও অংশগ্রহণ করেছে রাশিয়া, চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা। রাশিয়া,চীন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের পক্ষ থেকে সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জাই জিংপিং, সাইরিল রামাফোসা ও জাইরে বলসেনারো।
ব্রিকসের এবারের সভায় ‘ধারাবাহিকতা’, ‘ঐক্য’ ও ‘সংহতির’ ওপর জোর দেওয়া হয়েছে। করোনা পরবর্তী বিশ্বের কাছে ব্রিকসকে আরও গ্রহণযোগ্য করে তুলতে উদ্ভাবণী, স্থিতিশীল ও আরও বিশ্বাসযোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত ১৫ বছরে ব্রিকস অনস্বীকার্য অবদান রেখেছে। উন্নয়নশীল দেশগুলির চাহিদা ও অগ্রাধিকারের ব্যাপারে সর্বদা সচেতন এই গোষ্ঠীটি।
আরও পড়ুন: ‘এখন রাজনীতির কথা থাক’, বৈষ্ণোদেবী দর্শনে ১৪ কিমি হাঁটলেন রাহুল
Was delighted to host the virtual #BRICS Summit in the 15th year of BRICS. BRICS has taken many new initiatives during India’s Chairship. Called for BRICS to contribute to post-COVID global recovery on the motto ‘Build-back Resiliently, Innovatively, Credibly, and Sustainably’.
— Narendra Modi (@narendramodi) September 9, 2021
এছাড়াও এদিনের সম্মেলনে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু উঠে আসে ব্রিকসের আলোচনায়। ভারতের সভাপতিত্বকে সমর্থন জানানোর জন্য অন্যান্য সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী। আশঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছেন সন্ত্রাসবাদ নিয়েও।
We discussed important regional and global issues. Thanked BRICS partners whose support helped India’s chair achieve many firsts. BRICS agenda now spans culture and communications; sports and space; disaster resilience and digital health; employment and environment, and more.
— Narendra Modi (@narendramodi) September 9, 2021
বৈঠকে আলোচনার একটা বড় অংশ জুড়েই ছিল আফগানিস্তান। মার্কিন সেনা প্রত্যাহার পরবর্তী আফগান পরিস্থিতি নিয়েও আলোচনা হয় ব্রিকস নেতাদের মধ্যে। আফগানিস্তানের মানবাধিকার, নারী ও শিশুসুরক্ষায় নজর রাখা হবে বলে ব্রিকস দেশগুলি জানিয়েছে।
আরও পড়ুন: তালিবান সরকারকে সমর্থন করে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা চীনের
পাশাপাশি, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পরস্পর আরও এগিয়ে আসতে অঙ্গীকারবদ্ধ হয়েছে পাঁচটি দেশ। অন্যদিকে, আফগানিস্তান পরিস্থিতির জন্য আমেরিকাকে কাঠগড়ায় তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সমস্ত ইস্যু ছাড়াও ক্রীড়া মহাকাশ, সংস্কৃতিক যোগাযোগ, পরিবেশ স্বাস্থ্য ও কর্মসংস্থান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের ভার্চুয়াল বৈঠকে।