নয়াদিল্লি: জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স’। সোমবার জাতীয় উদ্দেশে ভাষণে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। পহেলগামের হামলার পর মোদি দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, জঙ্গিদের কোমর ভেঙে দেবেন। তাদেরকে মাটিতে মিশিয়ে দেবেন। কথা রেখেছেন মোদি। ভারতের অপারেশন সিঁদুর (Operation Sindoor) পাকিস্তানের ৯ জঙ্গি ঘাঁটিকে ধুলিসাৎ করে দিয়েছে বায়ুসেনা। গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদ নিয়ে জিরো টলারেন্স’ ভারত।
জাতীর উদ্দেশে ভাষণে ভারতীয় সেনার পরাক্রমকে দেশের মেয়েদের উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন,ভারতের সেনাকে স্যালুট। প্রতিটি দেশবাসীর তরফ থেকে ভারতীয়সেনাকে স্যালুটন জানাই। অসীম শৌর্য বিক্রম দেখিয়েছে ভারতীয় সেনা। ভারতের সেনা এজেন্সিকে ধন্যবাদ। সেনার পরাক্রম দেখেছে দেশবাসী। প্রধানমন্ত্রী বলেন, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইকের পর অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জবাব। অপারেশন সিঁন্দুর (Operation Sindur) এখনও স্থগিত হয়নি। এই যুগ যুদ্ধের নয়, সন্ত্রাসেরও নয়। সন্ত্রাস আর বাণিজ্য একসঙ্গে চলতে পারে না।
আরও পড়ুন: সন্ত্রাসবাদ আর বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, হুঙ্কার মোদির
এদিন মোদি বলেন, বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাধা। তাই ভারতের হামলায় সন্ত্রাসবাদের ‘হেড কোয়ার্টার’ ভেঙে দেওয়া হয়েছে। ওরা আমাদের স্কুল, ধর্মীয়স্থান, হাসপাতালে হামলা চালিয়েছিল। আমরা সব হামলা ব্যর্থ করেছি। দুনিয়া দেখল কী ভাবে পাকিস্তানের ড্রোন, মিশাইল ভারতের কাছে ধুলিসাৎ হল।তিনি আরও বলেন, যখন দেশ একজোট হয়, যখন সবার আগে দেশ আসে, তার ফল মেলে। যখন পাকিস্তানের সন্ত্রাসবাদকে মাটিতে মিশিয়ে দিতে ভারত হামলা চালাল, সন্ত্রাসবাদী সংগঠনই নয়, তাদের মনোবলও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে মাটি- সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ‘নতুন নর্মাল’ তৈরি করেছে সেনা। প্রয়োজন হলে আমরা কড়া জবাব দেব।
অন্য খবর দেখুন