হরিয়ানা: ফের বিতর্কিত মন্তব্য হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের (Manohar Lal Khattar)।বৃহস্পতিবার ইন্ডিয়ান উইমেন্স প্রেস কর্পস-এর এক অনুষ্ঠানে খাট্টার বলেন, ‘নমাজ কখনও শক্তি প্রদর্শনের মঞ্চ হতে পারে না (Manohar Lal Khattar comments)। এই ধরনের যে কোনও প্রার্থনা প্রকাশ্য স্থানে করা অনুচিত। মনে রাখতে হবে, নমাজ নমাজই। তা শক্তি প্রদর্শনের মঞ্চ নয়।’
তিনি আরও বলেন, ‘যে কোনও ধর্মের মানুষের পুজো ও প্রার্থনা করার অধিকার আছে। তবে তা করা উচিত নির্দিষ্ট কোনও স্থানে। তা নিয়ে যদি কোনও সমস্যা হয়, সেক্ষেত্রে অন্য বিশ্বাসের মানুষরা মধ্যস্থতার জন্য স্থানীয় প্রশাসনের কাছে যেতেই পারে।’
সম্প্রতি দেশের বেশ কয়েকটি জায়গায় বড়দিনের উৎসবে হামলা চালায় হিন্দুত্ববাদীরা। হিন্দুরা কেনও বড়দিনের উৎসবে, সেই প্রশ্নও তোলে কট্টর হিন্দুত্ববাদীরা। এখানেই তারা থেমে থাকেনি গুজরাত, মধ্যপ্রদেশের কোথাও কোথাও বিজেপি নেতারা মুরগির মাংসবিক্রেতা মুসলিমদের হুমকিও দিয়েছেন। তারপরেই হরিয়ানার মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
মহিলা সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে খাট্টার সাম্প্রতিক কৃষক আন্দোলনকেও এক হাত নেন। তাঁর অভিযোগ, এই আন্দোলনের পিছনে সম্পূর্ণ রাজনৈতিক মদত ছিল। অনেক কৃষক নেতার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও রয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রীর মন্তব্য ‘দেখলেন না, কৃষক নেতা গুরনাম সিং চাদুনি কী করলেন? কৃষক আন্দোলন শেষ হতেই তিনি রাজনৈতিক দল গঠন করলেন। তাঁর দল পঞ্জাবের ভোটে লড়াই করবে। গুরনাম অন্য কৃষক নেতাদেরও ভোটে লড়াইয়ের কথা বলছেন।’