ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস।
গতকাল মানে মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে ভূমিকম্পে (Earthquake) কেঁপে ওঠে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের বহু জায়গা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। কয়েক সেকেন্ড ধরে সেই কম্পন অনুভূত হয় যা রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল। কিন্তু এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি বিষয় নিয়ে বিস্তর চর্চা চলছে। হরিয়ানার (Haryana) আকাশে ‘রহস্যময় আলো’ নিয়ে অনেকে বলছেন ভিনগ্রহের যান (Alien Spacecraft) এসে গিয়েছে। কেউ কেউ আবার রহস্য দেখছেন এই আলো নিয়ে। এই নিয়েই আজকের প্রথম টপিক।
এই আলো কেন দেখা যাচ্ছে, সেটাই টক অন ফ্যাক্টসে আজকে জানাব।
যে অঞ্চল টেকটনিক প্লেটের চ্যুতিরেখার উপর পড়ছে, সেখানেই কম্পনের আগে বা কম্পনের মাঝে এই ধরনের আলো দেখা যায়।
বিজ্ঞানীরা বলছেন—
চ্যুতিরেখায় ঘর্ষণের ফলে পাথরে যে চাপ সৃষ্টি হয়, তার ফলে একটা বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি হয়। আর বৈদ্যুতিক ক্ষেত্রের কারণে আকাশে রংবেরঙের আলো দেখা যায়। কিন্তু কেন কম্পনের আগে কিংবা কম্পনের মাঝেই এই আলো দেখা যায়, তার স্পষ্ট কোনও ব্যাখ্যা খুঁজে পাননি বিজ্ঞানীরা। তবে তাঁরা আশাবাদী, এর কারণও খুব শীঘ্রই খুঁজে বার করবেন।