ওয়েব ডেস্ক: ঝোড়ো হাওয়া আর প্রবল বৃষ্টিতে (Rain) যখন একটি বিয়ের (Marriage) প্যান্ডেল ভেঙে পড়ছিল, তখনই পাশের ম্যারেজ হলের আরেকটি বিয়েবাড়ি হয়ে উঠল মানবতার আশ্রয়স্থল। একই মণ্ডপে হল হিন্দু ও মুসলিমের বিয়ে (Hindu And Muslim Marriage)। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণের (Pune) ওয়ানওরি এলাকায়। সেখানে একদিকে একটি খোলা মাঠে চলছিল হিন্দু দম্পতি নরেন্দ্র এবং সংস্কৃতি কাউরে পাটিলের বিয়ের অনুষ্ঠান। অন্যদিকে কাছেই একটি ম্যারেজ হলে মুসলিম দম্পতি মাহিন এবং মহসিন কাজির বিবাহের আয়োজন হয়েছিল।
পাশাপাশি দুই জায়গায় দুই ভিন্ন সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানকে ঘিরে ছিল আনন্দ-উৎসবের আবহ। কিন্তু আচমকা সেখানে রুদ্ররূপ দেখায় প্রকৃতি। সন্ধ্যায় আচমকা শুরু হয় ঝোড়ো হাওয়া এবং অঝোর বৃষ্টি। এর জেরে ভেঙে পড়ে খোলা মাঠের বিয়ের মণ্ডপ। এর ফলে বন্ধ হয়ে যায় যায় নরেন্দ্র এবং সংস্কৃতির বিয়ের আয়োজন। আতঙ্ক আর হতাশা গ্রাস করে পাটিল পরিবারকে।
আরও পড়ুন: মহাকাশে পরপর অভিযান! ২০৪৭ পর্যন্ত কী কী পরিকল্পনা ISRO-র?
ঠিক তখনই আশার আলো হয়ে আসে পাশের কাজি পরিবার। নরেন্দ্রর পরিবারের অনুরোধে তাঁরা হাসিমুখে নিজের বিয়েবাড়ির মণ্ডপ ভাগ করে নেন। দুই সম্প্রদায়ের দুই পরিবার একসঙ্গে একই ছাদের তলায় বিয়ের আচার সম্পন্ন করেন। সম্প্রীতির এই উজ্জ্বল দৃষ্টান্তে উচ্ছ্বসিত এলাকাবাসী থেকে শুরু করে উপস্থিত অতিথিরাও।
এই ঘটনা দেখে একটা কথা বলতেই হয়- বৃষ্টি যেন এক অনাকাঙ্ক্ষিত বিপর্যয় নয়, বরং মঙ্গলবার সন্ধ্যার এই প্রাকৃতিক বিপর্যয় হয়ে উঠল সম্প্রীতির বার্তাবাহক। সেই সঙ্গে ধর্ম, সংস্কার কিংবা পরিচয়ের গণ্ডি ছাড়িয়ে এদিন মানবতার জয়গান গাইল পুণে।
দেখুন আরও খবর: