লখনউ: নয়া বছরের শুরুতেই খারাপ খবর। নারকীয় হত্যাকাণ্ড। হোটেলের ঘর থেকে উদ্ধার হল এক মহিলা সহ চার জনের দেহ। বুধবার ঘটনাটি ঘটেছে লখনউতে (Uttarpradesh Incident)। অভিযুক্তকে যুবককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। জানা গেছে, মৃত মহিলা ওই যুবকের মা ও চারটি মেয়ে তার বোন হয়।
যুবকের কর্মকাণ্ডে হতবাক পুলিশ। পারিবারিক বিবাদের জেরে এই খুনের ঘটনা বলে এখনও পর্যন্ত জেনেছে পুলিশ। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম আরশাদ (Arshad)। বেশ কিছুদিন ধরে পরিবারের লোকেদের মধ্যে ঝামেলা বিবাদ চলছিল। সেই কারণেই এই মারাত্মক ঘটনা ঘটিয়েছে যুবক। হোটেল কর্মীদের বয়ান অনুযায়ী, গত ৩০ ডিসেম্বর আরশাদরা মোট সাত জন হোটেলটিতে আসন।
সঙ্গে ছিলেন ওই যুবকের বাবাও। কিন্তু ঘটনার পর থেকে তাঁর কোনও খোঁজ নেই। বুধবার সকালে পরিবারে লোকেদের খুন করে আরশাদ। এই কাণ্ড ঘটিয়েও আরশাদ হোটেলের রুমে বসেছিলেন। পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় আরশাদকে।
আরও পড়ুন: দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা শেখ হাসিনার
সেন্ট্রাল লখনউয়ের ডেপুটি পুলিশ সুপার রবিনা ত্যাগী (Robina Tyagi, Deputy Superintendent of Police, Central Lucknow) জানিয়েছেন, লখনউয়ের নাকা এলাকায় শরনজিৎ নামক হোটেল রয়েছে। মৃতেরা হলেন আলিয়া (৯), আলশিয়া (১৯), আকসা (১৬), রহমিন (১৮) এবং আসমা। পাঁচ জনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
পাঁচজনের কব্জিতে আঘাতের ক্ষত চিহ্ন মিলেছে। সকলের গরমের পোশাক রক্তে ভেজা ছিল। সকলেই মদ্যপান করেছিলেন। প্রাথমিকভাবে অনুমান পানীয়ের মধ্যে আচ্ছন্ন করার কিছু মিশিয়ে পরে খুন করা হয়। পরিবারের কয়েকজন সদস্যকে শ্বাসরোধ করে হত্যা ও বাকিদের ব্লেড গলার নলি কেটে খুন। অভিযুক্ত যুবকের বাবা আরশাদের বাবা বদরের কোনও খোঁজ নেই। তাকেও সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ।
দেখুন অন্য খবর-
The post মা ও চার বোনকে খুন, জেরায় স্বীকার যুবকের first appeared on KolkataTV.
The post মা ও চার বোনকে খুন, জেরায় স্বীকার যুবকের appeared first on KolkataTV.