কলকাতা টিভি ওয়েব ডেস্ক : উৎসবের মরশুম। একদিকে নবরাত্রি। অন্যদিকে দুর্গাপুজো। তার উপর উইকেন্ড। সকলের নিজের শহরে ফেরার তাড়া। ফলে, শুক্রবার সকালে মুহূর্তেই বদলে গেল মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের ছবিটা। যে কোনও ভিড় লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম বললেও একেবারে ভুল বলা হবে না।
শিকেয় উঠেছে করোনা বিধি। মুখে মাস্ক থাকলেও নেই দূরত্ববিধি। সামান্য এগোতেও যেন কালঘাম ছুটছে। এই ভিড়ের চাপে অনেকেই আবার মিস করেছেন ফ্লাইট। এমনই অরাজগতার ছবি ধরা পড়ল ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমান বন্দরে। যে ছবি সকাল থেকেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই দোষারোপ করেছে বিমানবন্দরের ব্যবস্থাপনাকে।
https://twitter.com/AroraNeelesh/status/1446298519309103136?s=20
মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডের (এমআইএএল) একজন কর্মকর্তা বলেন, ‘আমরা ভিড়ের বিষয়ে আন্দাজ করেছিলাম। কিছু এয়ারলাইনসকে সান্তা ক্রুজ টার্মিনালে স্থানান্তরিত করা হয়েছে।’ অন্যদিকে, যানজটের কারণে যে সব যাত্রী্রা প্লেনে পৌঁছাতে পারেননি তাঁরা ক্ষোভ উগড়ে দিয়েছেন টুইটারে। এই তালিকায় ছিলেন বলিউডের গায়ক বিশাল দাদলানিও।
আরও পড়ুন – যানজট আর ভিড় সামলাতে চতুর্থী থেকেই কলকাতার রাস্তায় নামছে ফোর্স, জানাল লালবাজার
বিশাল নিজের টুইটারে লিখেছেন, ‘মুম্বই বিমানবন্দর ক্ষতিগ্রস্ত । আক্ষরিক অর্থে মনে হচ্ছে আমরা অন্ধকার যুগে আছি। অবিরাম ভিড়, মেশিন ভেঙে যাচ্ছে, সর্বত্র বিশৃঙ্খলা। কর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন কিন্তু সামলাতে পারছেন না। কে এই ধরনের ব্যাবস্থাপনা চালায়? দয়া করে তাদের ট্যাগ করুন।’
T2 AT CSMIA (Mumbai Airport) is a shambles.
Literally feels like we're in the dark ages. Endless milling crowds, machines breaking down, tempers frayed, chaos everywhere. Staff doing their best but absolutely unable to cope.
Who runs this absolute shitshow? Please tag them.
— VISHAL DADLANI (@VishalDadlani) October 8, 2021
জানা গিয়েছে, ছুটির কারণে সকলে নিজের শহরে যাওয়ার জন্য বিমান বন্দরে এসেছেন। বেলার দিকে ফ্লাইট থাকলেও সকাল থেকেই ভিড় জমিয়েছেন বিমান বন্দরে। অন্যদিকে সকালে যাদের ফ্লাইট তাঁরাও সকলে এসেছেন। ফলে সৃষ্টি হয়েছে চরম বিশৃঙ্খলা।