মালাদ: ফের এক মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১৭ বছরের এক যুবকের। সেই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্য়ামেরায়। প্রায় দু-সপ্তাহ পর দুর্ঘটনার সেই ভিডিও প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। মৃত ওই যুবকের নাম মায়াঙ্ক শর্মা। গত ১৭ জুন দুপুর ৩টে ঘটনাটি ঘটে মুম্বইয়ের (Mumbai) মালাদ স্টেশনে (Malad Station)।
ভিডিওতে দেখা যাচ্ছে, মালাদ স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের ধারে দাঁড়িয়ে টিফিন বক্স ধুচ্ছিল মায়াঙ্ক ও তাঁর এক বন্ধু। পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল সুপারফাফাস্ট একটি লোকাল ট্রেন। ট্রেন দেখতে পেয়ে একজন সরে এলেও মায়াঙ্ককে সরানো যায়নি। দ্রুত গতিতে আসা ওই ট্রেনে ধাক্কা খেয়ে রীতিমতো হাওয়ায় উড়িয়ে দেয় তাঁকে। ছিটকে মাটিতে পরে ১৭ বছরের মায়াঙ্ক। আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর থেকে মায়াঙ্ককে নড়াচড়া করতে দেখা যায়নি।
আরও পড়ুন: Maharashtra Fire | বিয়ে বাড়ি ফেরত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২৬
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কান্দিভালির শতাব্দী নামে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই দিন প্ল্যাটফর্মে বসে তিন বন্ধু টিফিন সারেছিলেন। এরপর দুই বন্ধু হাত ও টিপিন বক্স ধুতে প্ল্যাটফর্মের ধারে যান। আর তখনই এই ঘটনাটি ঘটে। প্ল্যাটফর্মের সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে।