কলকাতা: খড়্গপুর-বালেশ্বর (Kharagpur-Baleswar) রেললাইনে (Indian Railway) পরিকাঠামোগত উন্নয়নের কাজের জন্য বড় সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। আগামী ১০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত এই লাইনে কাজ চলবে বলে জানানো হয়েছে। এর জেরে একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার (MEMU) ট্রেন বাতিল করা হয়েছে। ফলে রোজ যাতায়াতকারী যাত্রীদের জন্য তৈরি হচ্ছে দুর্ভোগের পরিস্থিতি। বৃহস্পতিবার খড়্গপুর ডিভিশনের তরফে এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ১০ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বাতিল করা হয়েছে বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু প্যাসেঞ্জার (৬৮০৫১/৬৮০৫২)। পাশাপাশি, ০২৮৩৭ সাঁতরাগাছি-পুরী স্পেশাল ট্রেন বাতিল থাকবে ১১ ও ১৮ জুলাই। সেই সঙ্গে, ০২৮৩৮ পুরী-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন চলবে না ১২ ও ১৯ জুলাই।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশের পর কি বন্ধ হল কলেজের ইউনিয়ন রুম?
শুধু তাই নয়, ০২৮৩৯ শালিমার-পুরী স্পেশাল ট্রেন বাতিল ১৩ ও ২০ জুলাই এবং ০২৮৪০ পুরী-শালিমার স্পেশাল বাতিল থাকবে ১৪ ও ২১ জুলাই।
এর পাশাপাশি, ১৯ ও ২০ জুলাই বাতিল থাকবে ১৮০৩৭ খড়্গপুর-জাজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস এবং ১৮০৩৮ জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর এক্সপ্রেস বাতিল থাকবে ২০ ও ২১ জুলাই।
এছাড়া, খড়্গপুর-ভদ্রক-খড়্গপুর মেমু প্যাসেঞ্জার (৬৮০৪৯/৬৮০৫০)-এর যাত্রাপথও এই সময়ে সংক্ষিপ্ত করা হয়েছে। এই ট্রেনটি ওই ১৩ দিন খড়্গপুরের পরিবর্তে বালেশ্বর থেকে ছাড়বে এবং ভদ্রকের পর আর খড়্গপুর যাবে না, বালেশ্বরেই থেমে যাবে।
এই সিদ্ধান্তে বহু যাত্রীর সমস্যায় পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, বিশেষ করে ওড়িশা ও পশ্চিম মেদিনীপুরের যাত্রীদের জন্য। যদিও পরিকাঠামো উন্নয়নের স্বার্থে রেল কর্তৃপক্ষ এই কাজ অত্যন্ত জরুরি বলেই মনে করছে।
দেখুন আরও খবর: