রেলের আসন সংগ্রহের জন্য বুকিং আগামী ৭ দিনের জন্য বন্ধ থাকবে, জানাল রেল মন্ত্রক। সারাদিন পরিষেবা মিললেও রাতে ৬ ঘন্টার জন্য বন্ধ থাকবে এই পক্রিয়া। ১৪ নভেম্বর থেকে শুরু করে আগামী ২১ নভেম্বর পর্যন্ত জারি থাকছে এই নিয়ম। সিস্টেম আপগ্রেডেশনের জন্য বন্ধ থাকবে পরিষেবা বলে রবিবার জানিয়েছে রেল দফতর।
রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা ৩০ পর্যন্ত বন্ধ থাকবে পরিষেবা। এই ৬ ঘন্টার মধ্যে টিকিট সংরক্ষণ, বুকিং, টিকিট বাতিল বা টিকিটের অনুসন্ধান, কোনও পরিষেবা পাওয়া যাবে না। দক্ষিণ-পশ্চিম রেলওয়ের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয় যেখানে বলা হয়েছে, সিস্টেম আপগ্রেডেশন এবং নতুন ট্রেন নম্বর বদল করা হবে। করোনা পরিস্থিতির মধ্যে যে স্পেশাল ট্রেনগুলি চালানো হয়েছিল, সেই ট্রেনগুলিতে নতুন নম্বর দেওয়া হয়েছিল। সেগুলিকে পুনরায় তাদের পুরোনো নম্বর ফিরিয়ে দেওয়া হবে। এই ৬ ঘন্টায় পিআরএস পরিষেবা ব্যাতিত অন্যান্য ইনকোয়ারি পরিষেবা সহ ১৩৯ টি পরিষেবা চালু থাকবে। যাত্রীদের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ডেটা আপডেট করা হবে।