ভোপাল: কে বি হেগড়েওয়ার, দীনদয়াল উপাধ্যায়, স্বামী বিবেকানন্দ এবং বি আর আম্বেদকর৷ প্রথমজন আরএসএসের প্রতিষ্ঠাতা৷ দ্বিতীয়জন ভারতীয় জন সঙ্ঘের নেতা৷ স্বামী বিবেকানন্দ এবং বি আর আম্বেদকরের পরিচয় নতুন করে দেওয়ার নেই৷ এই চারজনই এবার জায়গা পেলেন এমবিবিএস কোর্সে৷ প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াদের এঁদের সম্পর্কে পড়ানো হবে৷ রবিবার ঘোষণা করেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বিশ্বাস সরঙ্গ৷ তাঁর কথায়, ডাক্তারি পড়ুয়ারা যাতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চিকিৎসা করতে পারে সেই কারণে এই সিদ্ধান্ত৷
ওই চারজন ছাড়াও মহর্ষি চরক এবং শুশ্রুত সম্পর্কেও পড়ানো হবে ডাক্তারি পড়ুয়াদের৷ শিক্ষামন্ত্রী বলেন, ‘এই মণীষীদের বিভিন্ন লেকচার পড়ুয়াদের মধ্যে মূল্যবোধ, নীতিবোধ, দায়দায়িত্ববোধ জাগিয়ে তুলবে৷’ ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি জানান, প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াদের কোর্সের ফাউন্ডেশন মূল্যবোধ হওয়া উচিত৷ এতে পড়ুয়াদের চরিত্র গঠন হবে৷ তাদের মধ্যে চেতনার উন্মেষ ঘটাবে৷ সে পরবর্তী জীবনে ভালো চিকিৎসক হয়ে উঠতে পারবে৷
সরঙ্গের দাবি, ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন হেগড়েওয়ার৷ দীনদয়ালের ‘অন্ত্যেদয়’ ভাবনা গরিব মানুষের জীবনে আশার আলো নিয়ে আসে৷ দূর দেশে গিয়ে ভারতের আধ্যাত্মিক চিন্তাভাবনার প্রচার করেছিলেন স্বামী বিবেকানন্দ৷ আর গরিব পরিবার থেকে উঠে আসা বি আর আম্বেদকর দেশের সংবিধানের রচনা করেছেন৷ আগামী শিক্ষাবর্ষে এই মণীষীদের জীবনীর নানা অংশ পাঠক্রমে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী৷