রায়পুর: নতুন করে আন্দোলন দানা বাঁধছে ছত্তিশগড়ে (Chhattisgarh)। জঙ্গল কাটা রুখতে আন্দোলন গ্রামবাসীদের (Villagers) । অভিযোগ, আদানি (Adani) গোষ্ঠীর প্রকল্পের কাজের জন্য নির্বিচারে গাছ কাটা চলছে। আন্দোলনকারীরা বলছেন, বিজেপি ছত্তিশগড়কে আদানিদের কাছে বিক্রি করে দিতে চাইছে। বেআইনিভাবে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। হাসদেও জঙ্গল কাটা হচ্ছে। আর হাসদেও আন্দোলনকারীদের পুলিশ (Police) গ্রেফতার (Arrest) করছে। হাসদেও আন্দোলনের নেতা অলোক শুক্লাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। অলোক শুক্লার বক্তব্য, অপহরণকারীরা এসপি বিলাসপুরের লোক। এসপি সেই অভিযোগ অস্বীকার করেন।
এদিকে কৃষক নেতা রাকেশ টিকায়েত এই বিষয়ে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, হাসদেওয়ে আদানিদের কয়লা খনির জন্য গাছ কাটা চলছে। এর আগে রাকেশ টিকায়েত ওই এলাকা পরিদর্শন করেছেন। তিনি সেভ হাসদেও আন্দোলনের পক্ষে বিবৃতি দিয়েছেন। মূলত সেখানকার আদিবাসীরা এর বিরোধিতা করছে। সূত্রের খবর, ৫০০-র বেশি স্বয়ংক্রিয় গাছ কাটার মেশিন সেখানে নিয়োজিত করা হয়েছে। প্রথম দিন ৫২ হেক্টরের বেশি গাছ কাটা হয়েছে। এদিন ৩৯ হেক্টরে গাছ কাটা হবে।
আরও পড়ুন: ধর্ষণে অভিযুক্তের পরিচয় সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না: কেরল হাইকোর্ট
কংগ্রেস এই ইস্যুটি বিধানসভায় তুলে ধরেছে। তারা বলেছে, বিজেপি সরকার শিল্পপতিদের সুবিধা করে দিচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তাদের কাছে গাছ কাটার অনুমতি রয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই জানিয়েছেন, তিনি গাছ কাটার বিরোধিতা করার কথা শুনেছেন। তবে ঘটনায় কেউ গ্রেফতার হয়নি এখনও পর্যন্ত।
আরও খবর দেখুন