নাগপুর : বাঁশের লাঠির ঘায়ে লেপার্ডের মুখ থেকে নিজের পাঁচ বছরের কন্যা সন্তানকে ফিরিয়ে নিয়ে আনলেন মা। মহারাষ্ট্রের জঙ্গল জেলা চন্দ্রপুরের ঘটনা। জেলা সদর থেকে ১৫ কিমি দূরের জুনোনা গ্রামের বাসিন্দা অর্চনা মেশ্রাম গ্রামের বাইরের পথ ধরে যাচ্ছিলেন। সঙ্গে তাঁর পাঁচ বছরের মেয়ে। মায়ের পিছনে গুটি গুটি হাঁটছিল সে। হঠাৎই পাঁচ বছরের ওই শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে একটি লেপার্ড। প্রথমটায় ভয় পেয়ে যান অর্চনা। কিন্তু মুহূর্তের মধ্যে সাহস ফিরে পান তিনি। বিন্দুমাত্র না ভেবে একটি বাঁশের লাঠি দিয়ে আঘাত করতে শুরু করেন শ্বাপদকে। শিশুকে ছেড়ে এবার মাকে আক্রমণ করে লেপার্ডটি। কিন্তু একটুও না থেমে অর্চনা লাঠির বাড়ি মারতে থাকেন তাকে। একসময় হাল ছেড়ে জঙ্গলে ঢুকে যায় লেপার্ডটি। রবিবার একথা জানান সংশ্লিষ্ট দফতরের এক আধিকারিক।
আরও পড়ুন : লেপার্ড বনাম যুবক
ঘটনাটি ঘটে জুনের ৩০ তারিখে। ঘটনায় গুরুতর জখম ওই শিশুকে চন্দ্রপুর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চোয়ালের জখমের জন্য নাগপুর গভর্নমেন্ট ডেন্টাল হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। বনদফতর থেকে ওই শিশুটির চিকিৎসার জন্য প্রাথমিক ভাবে কিছু ক্ষতিপূরণের অর্থ দেওয়া হয়েছে বলে জানান ওই আধিকারিক। নাগপুরের হাসপাতালে শিশুটির সার্জারি হবে।