ওয়েবডেস্ক- চলতি বছরের শেষের দিকে বিহার বিধানসভা নির্বাচন (Bihar Assemble Election)। অক্টোবর বা নভেম্বরে ভোট হওয়ার সম্ভাবনা। এবার ভোটে নীতীশ কুমার (Nitish kumar) জোর টক্কর দিতে তৈরি প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি (Jan Suraaj Party chief Prashant Kishor)।
ইতিমধ্যেই বিহারবাসীর মন জয় করতে ময়দানে নেমে পড়েছেন তিনি। ভোটে জিততেই প্রবীণদের জন্য মাসিক ২০০০ টাকা করে পেনসনের ঘোষণা জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোরের। গয়া এক জনসমাবেশ থেকেই প্রশান্ত কিশোরের ঘোষণা ১৫ বছরের কম বয়সের ছেলে-মেয়েদের জন্য বেসরকারি স্কুলে বিনামূল্যে পড়াশোনার সুবিধা দেওয়া হবে। নতুন নির্বাচনী প্রতিশ্রুতি ২০২৫ সালের ডিসেম্বর থেকে কার্যকর হবে।
সোমবার গয়ায় এক নির্বাচনী জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রশান্ত কিশোর বলেন, ষাটোর্ধ্বদের জন্য মাসিক ২০০০ টাকা করে পেনশনের সুবিধা দেওয়া হবে। ১৫ বছরের কম বয়সী পড়ুয়ারা বেসরকারি স্কুলেও বিনামূল্যে পড়াশোনার সুবিধা নিতে পারবে।
আরও পড়ুন- মোদির সফরকালেই ঘানায় ভ্যাকসিন হাব স্থাপন, নামিবিয়ায় UPI সম্প্রসারণ
গত সপ্তাহে প্রশান্ত কিশোর দাবি করেছিলেন যে বিহারের ৬০ শতাংশেরও বেশি মানুষ পরিবর্তন চান। তাঁর বক্তব্য এই বছরের শেষের দিকে নির্বাচনের পরে নীতীশ কুমার আর মুখ্যমন্ত্রী হবেন না।
প্রশান্ত কিশোর একাধিক রাজনৈতিক দলের ভোট কুশলী হিসেবে কাজ করেছেন। তাঁর প্রশ্ন হল মানুষ কি তার নতুন দলকে সমর্থন করবে নাকি লালু যাদবের আরজেডি এবং কংগ্রেসের মতো প্রতিষ্ঠিত দলগুলিকে সমর্থন করা চালিয়ে যাবে?
‘স্কুল ব্যাগ’ প্রতীকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রশান্ত কিশোর। তার দল এই নির্বাচনী প্রতীক নিয়ে বিহার বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
দেখুন আরও খবর-