দিল্লি: আগামী ১৯ জুলাই থেকে শুরু হচ্ছে লোকসভার বাদল অধিবেশন। সপ্তদশ লোকসভার ষষ্ঠ অধিবেশন চলবে ১৩ অগস্ট পর্যন্ত। ১৯ জুলাই রাজ্যসভায় অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অধিবেশনে করোনা টিকাকরণ, দেশজুড়ে খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যু নিয়ে সংসদের উভয়কক্ষ উত্তপ্ত হতে পারে বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত লোকসভার ৪৪৪ জন সদস্য ও রাজ্যসভার ২১৮ জন সদস্য টিকা পেয়েছেন। বেশ কয়েকজন সদস্য করোনা আক্রান্ত থাকায় এখনও পর্যন্ত তারা টিকা পাননি। দ্রুত তাদের টিকাকরণের ব্যবস্থা করা যায় কীনা তার ব্যবস্থা হচ্ছে।
আরও পড়ুন: চতুর্থ স্তম্ভ: ফাঁকা কলসীর আওয়াজ বেশী
স্পিকার ওম বিড়লা জানিয়েছেন অধিবেশনে যোগ দেওয়ার জন্য সাংসদদের টিকাকরণ বাধ্যতামূলক করা হয়েছে। মেনে চলতে হবে করোনা বিধি। গতবছর মার্চমাসে দেশে শুরু হয় করোনা সংক্রমণ। হওয়ায় তার প্রভাব পড়েছিল সংসদের প্রতিটি অধিবেশনে। বাদল অধিবেশন জুলাইয়ের বদলে শুরু হয়েছিল সেপ্টেম্বরে। একাধিক সাংসদ-বিধায়করা করোনা আক্রান্ত হওয়ায় তার মেয়াদ কমিয়ে দিতে হয়েছিল। এরপর শীতকালীন অধিবেশনও বাতিল হয়ে যায় সংক্রমণের কারণে। চলতি বছরে বাজেট অধিবেশন হলেও লোকসভার স্পিকার ওম বিড়লা করোনা আক্রান্ত হওয়ায় এবং পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য সাংসদদের ব্যস্ততায় নির্দিষ্ট সময়ের আগেই অধিবেশন শেষ করে দেওয়া হয়। এবছর বাদল অধিবেশনের প্রস্তুতিতে ১৬ জুন পাব্লিক অ্যাকাউন্টস কমিটি গঠন করা হয়েছে। শ্রমিকদের জন্য গঠিত কমিটি ইতিমধ্যেই বৈঠকে বসেছে।