ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi) কোনও সাধারণ মানুষ নন, উনি অবতার। চাঁদেও দাগ আছে, কিন্তু মোদিজির কোনও কলঙ্ক নেই। প্রধানমন্ত্রীর প্রশংসায় এইভাবেই ভাসলেন হিমাচলের বিজেপির (Bjp) তারকা সাংসদ (Mp) কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অভিনেত্রী বলেন, কংগ্রেসের নাম না বর্তমান শাসনের সঙ্গে আগের আমলের শাসনের তুলনা করে করেন। কঙ্গনা বলেন, মোদিজি আমলে কোনও দুর্নীতি নেই।
মঙ্গলবার, ৮ এপ্রিল, জোগিন্দরনগর বিধানসভা কেন্দ্রের লাডভাদোল-এ এক জনসভায় ভাষণ দেওয়ার সময় কঙ্গনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন। সেখানেই হিমাচলের মান্ডির সাংসদ বলেন, প্রধানমন্ত্রী কোনও সাধারণ মানুষ নন, তিনি একজন অবতার। ২০১৪ সালে তিনি যখন আসেন, তখন রাজনীতির প্রতি তরুণদের ধারণা বদলে যায়। ২০১৪ সালের আগে, রাজনীতির প্রতি আমার ধারণা এমন ছিল যে, রাজনীতি দুর্ভাগ্যজনক বলে মনে হয়েছিল।
আরও পড়ুন: যারা সব হারিয়েছে তাদের ঋণ মাফ করা গেল না? কেরলের ভূমিধসে কেন্দ্রের ভূমিকার সমালোচনা প্রিয়াঙ্কার
পূর্ববর্তী সরকারগুলিতে জর্জরিত দুর্নীতির কেলেঙ্কারির কথা তুলে ধরে, কঙ্গনা প্রধানমন্ত্রীর পদে মোদিজি বসার পর থেকে পরিস্থিতি বদলে গেছে। ২০১৪ সালের আগে, প্রচুরকেলেঙ্কারি ছিল – ২জি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, পশুখাদ্য কেলেঙ্কারি, প্রধানমন্ত্রী মোদি গায়ে একটিও দাগ নেই।
অভিনেত্রীর কথায়, ‘চাঁদ পে দাগ হোতা হ্যায়, উনপে এক ভি দাগ নেই হ্যায় (কিছু দাগ আছে)। কঙ্গনা বলেন, রাজনীতিকে আমি শিল্পী হিসেবে আমি একটি চ্যালেঞ্জ হিসেবেই দেখি।আমি কেবল এটিকে চ্যানেলাইজ করতে অভ্যস্ত। আমি সবসময় এমন একটি মাধ্যমের মধ্যে ছিলাম যেখানে আমি সৌন্দর্য দেখি, অথবা একজন শিল্পী হিসেবে, আমি এটিকে একটি বাস্তব বস্তুর মতো অনুভব করতে পারি। আমি আমার অভিনয় সত্ত্বা ও রাজনীতি দুইটিকে ভারসাম্য বজায় রেখে চলতে শিখেছি।
দেখুন অন্য খবর :