ওয়েব ডেস্ক: জন্মদিনে দলাই লামাকে (Dalai Lama) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিব্বতের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক গুরু ৯০ বছরে পা দিলেন। রবিবার তাঁকে ভালোবাসা এবং ধৈর্যের প্রতীক বললেন মোদি।
আরও পড়ুন: ব্রাজিলে প্রধানমন্ত্রী, যোগ দেবেন ব্রিকস সম্মেলনে
I join 1.4 billion Indians in extending our warmest wishes to His Holiness the Dalai Lama on his 90th birthday. He has been an enduring symbol of love, compassion, patience and moral discipline. His message has inspired respect and admiration across all faiths. We pray for his…
— Narendra Modi (@narendramodi) July 6, 2025
আজ রবিবার দালাই লামার জন্মদিন (Dalai Lama Birthday)। ৯০ বছর পূর্ণ করলেন বৌদ্ধ সন্ন্যাসী (Buddhist Monk)। তাঁর জন্মদিন উপলক্ষ্যে, তিনি মানসিক শান্তি (Mental Peace) অর্জনের গুরুত্ব ব্যাখা করেছেন। তাঁর মুখে শোনা গিয়েছিল যে তিনি জন্মদিন উদযাপনে শামিল না হলেও, যদি তা পরোপকারকে তুলে ধরে তবে তিনি তাদের প্রশংসা করেন।
আজ তাঁর ৯০ তম জন্মদিন উপলক্ষ্যে এই বিশেষ দিনে তিনি বেশ কিছু বার্তা (Message) দিয়েছেন। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে (X Handle Post) একটি পোস্ট করে জানিয়েছেন,”আমার ৯০তম জন্মদিন উপলক্ষে তিব্বতি সম্প্রদায় সহ অনেক জায়গায় শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুরা জন্মদিন উদযাপনের জন্য যে জড়ো হচ্ছেন তা আমি বুঝতে পারছি। আমি সকলকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ আপনাদের মধ্যে অনেকেই এই উপলক্ষ্যকে সামনে রেখে করুণা, স-হৃদয় এবং পরোপকারের গুরুত্ব তুলে ধরছেন।” আমি একজন সাধারণ বৌদ্ধ সন্ন্যাসী। আমি সাধারণত জন্মদিন উদযাপনে অংশগ্রহণ করি না। তবে, যেহেতু আপনারা সকলে আমার জন্মদিনকে কেন্দ্র করে অনুষ্ঠান আয়োজন করছেন, তাই আমি কিছু চিন্তাভাবনা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি।”
দেখুন আরও খবর: