দিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে ৯২ বছর বয়েসে দিল্লির এইমস হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া সমস্ত মহলে। গতকাল তাঁর প্রয়াণের খবর সামনে আসার পরেই জানানও হয় আজ অর্থাৎ শুক্রবার থেকে টানা ৭ দিন চলবে শোক পালন। সমস্ত সরকারী দফতরে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। পাশাপাশি আজকের সমস্ত অনুষ্ঠান বাতিল হয়েছে বলে জানা যাচ্ছে।
গতকাল রাতে খবরের শিরোনামে যখন উঠে আসে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের খবর তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোকজ্ঞাপন করেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃতদেহ শায়িত আছে তাঁর বাসভবন মতিলাল নেহেরু মার্গে। তাঁকে শেষ শ্রদ্ধাঞ্জলি দিতে বাসভবনে উপস্থিত হন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। সেখানে উপস্থিত হয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ির বাকি সদ্যসদের সঙ্গেও কথা বলতে দেখা যায় নরেন্দ্র মোদী কে। প্রথমত জানা গিয়েছিল আজ অর্থাৎ শুক্রবার হতে চলেছে প্রয়াত প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন। কিন্তু তারপর কংগ্রেসের তরফ থেকে জানানও হয় আজ নয় আগামীকাল অর্থাৎ শনিবার হোবে প্রয়াত প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন।
আরও পড়ুন: মনমোহনের সিংয়ের মৃত্যুতে সাতদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে দেশ
শনিবার কংগ্রেসের দলীয় সদর দফতরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাজঘাটে মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। কিন্তু কেন শনিবার শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর? সূত্রের খবর, মনমোহনের ছোট মেয়ে ক্যালিফর্নিয়ায় স্ট্যানফোর্ড ল’ স্কুলের অধ্যাপক। সেখান থেকে তিনি শুক্রবার বিকেলে দেশে ফিরবেন। সেই কারণেই শেষকৃত্য হবে শনিবার।
আজ প্রয়াত প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হয়ে ফুলের মালা দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন বর্তমান প্রধানমন্ত্রী নারেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি তাঁর বাসভবনে উপস্থিত হন কংগ্রেসের রাহুল গান্ধী, সনিয়া গান্ধী-সহ কংগ্রেসের একাধিক নেতা।
দেখুন অন্য খবর
The post মনমোহন সিংয়ের প্রয়াণে শেষ শ্রদ্ধা জানাতে বাড়িতে উপস্থিত মোদি-শাহ first appeared on KolkataTV.
The post মনমোহন সিংয়ের প্রয়াণে শেষ শ্রদ্ধা জানাতে বাড়িতে উপস্থিত মোদি-শাহ appeared first on KolkataTV.