ওয়েব ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার (Terror Attack) পর ভারতের পাল্টা আক্রমণের প্রহর গুণছে পাকিস্তান (Pakistan)। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের তরফ থেকেও একটি বৈঠক ডাকা হয়েছে। মূলত, এটি ছিল পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটির বৈঠক।
বুধবার দফায় দফায় বৈঠকের পর পরিষ্কার, ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তথা অর্থনৈতিক বিষয়টিও সরাসরিভাবে খাবে। এই পরিস্থিতির মোকাবিলা করা যায় কীভাবে?
তারই রূপরেখা তৈরি করতে বৈঠকে বসেন পাক প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: আটারি সীমান্ত দিয়ে তাড়াহুড়ো করে ভারত ছাড়ছেন পাকিস্তানি নাগরিকরা
সূত্রের খবর, ভারত-পাক সামরিক সংঘর্ষের সম্ভাবনা বাড়ছে। হামলা ভারতে হওয়ায় ভারত ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোসি বলেছেন, হামলাকারী ও মদতদাতাদের কল্পনার থেকেও বড় শাস্তি দেওয়া হবে। পাকিস্তান একদিকে বলছে উত্তেজনা বাড়াতে চাই না, অন্যদিকে মিসাইল পরীক্ষা শুরু করছে বৃহস্পতিবারই। আরও জানা গিয়েছে, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সামরিক সংঘর্ষের ফলাফল সুদূরপ্রসারি হতে পারে।
দেখুন আরও খবর: