ওয়েবডেস্ক: ভারতের প্রত্যাঘাতে দিশেহারা পাকিস্তান। বাঁচার জন্য মরিয়া হয়ে হাত পা ছুঁড়ছে। কিন্তু তা কাজে লাগছে না। পাকিস্তানের টার্গেটে ভারতের কাশ্মীর। কাশ্মীরের ডাল লেকে (Dal Lake) আছড়ে পড়ল মিসাইলের (Missile) মতো বস্তু। ছবির মতো সুন্দর ডাল লেক। সেখানে এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। বিস্ফোরণের (Explosions) শব্দ শোনা গেল শ্রীনগরে। (Srinagar) শনিবার সকালে থেকে এই শব্দ শোনা যায়। ধোঁয়ায় ভরে যায় চারিদিক। বস্তুটির বিশ্লেষণ করা হচ্ছে। শহরের লাসজান থেকে আরও একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়েছে। তবে কোনও প্রকাণহানির খবর নেই।
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে জঙ্গিরা হামলা চালায় গত ২২ এপ্রিল। পাকিস্তানের মদতে ওই হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়। তারই জবাবে অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে প্রত্যাঘাত করে ভারত। জঙ্গি ঘাঁটিগুলি গুঁডিয়ে দেওয়া হয়। এরপর বিনা প্ররোচনায় সীমান্তে গুলি বর্ষণ করতে থাকে পাকিস্তান সেনা। পাকিস্তান একের পর এক ড্রোন ও মিসাইল হামলা করেছে ভারতে। কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে সব প্রতিহত করা হয়েছে। ডাল লেকে উদ্ধার হওয়া ওই বস্তুটিও সেরকম।
আরও পড়ুন: অনুপ্রবেশের চেষ্টা করেছে পাকিস্তান: মিস্রি
ভারতের প্রত্যাঘাতে ইতিমধ্যে কার্যত দিশেহারা হয়ে সীমান্ত সংলগ্ন গ্রামগুলিকে টার্গে টরা শুরু করেছে। ভারত পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়ে চলেছে। যাতে ইতিমধ্যেই পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে।
দেখুন অন্য খবর: