আগ্রা: ১৫ বছর এক কিশোরীকে অপহরণ (Minor Girl Abducted) করে গণধর্ষণের (Gang-Raped) অভিযোগ তিনজনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে একজন গ্রেফতারি এড়াতে আত্মহত্যা করে। গত সোমবার উত্তরপ্রদেশের আগ্রায় (Agra) ঘটনাটি ঘটে।
সূত্রের খবর, সোমবার কিশোরী তাঁর বাবার দোকান থেকে বাড়ি ফেরার তিন যুবক তাঁকে অপহরণ করে। অভিযুক্ত বাইক চালক তাঁর পথ আটকায়। এরপর তাঁকে অটোয় তুলে নিয়ে যাওয়া হয়। পরের দিন, রাস্তার ধারের একটি ইট ভাটার কেয়ারটেকার কিশোরীকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন।
ওই নির্যাতিতার বাবা পুলিশে অভিযোগ জানান। বুধবার এই ঘটনার কথা প্রকাশ্যে এনেছে উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh Police)। তদন্তে নেমে তিন অভিযুক্ত রুপেশ, কারুয়া এবং জগদিশ। এই অভিযুক্তদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। এদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৬৩ অপহরণ এবং ৩৭৩ ডি গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তরা শামশাবাদের একটি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, কন্টেনারের সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষে মৃত ২
তদন্তকারীদের দাবি, তরুণীকে অটোতে তুলে গ্রামেরই একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে অভিযুক্তরা ধর্ষণ করেন। পর দিন তাকে রাস্তার পাশে ফেলে চলে যায় তাঁরা। ঘটনার পর গ্রেফতারির ভয়ে আত্মঘাতী হয়েছেন এক অভিযুক্ত। অন্য এক অভিযুক্ত রুপেশকে গ্রেফতার করা হয়েছে। একজন পলাতক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নির্যাতিতা কিশোরীর শারীরিক পরীক্ষা করা হচ্ছে। আত্মঘাতী অভিযুক্ত জগদিশের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।