ওয়েব ডেস্ক: দোকানে ঢুকে নাবালকের গায়ে গরম দুধ ঢেলে দেওয়ার ঘটনায় অধরা কীর্তিমান বিজেপি (BJP) নেতাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার ২৮ দিনের মাথায় অভিযুক্ত বিজেপি নেতা অমিত মাকড়কে পূর্ব বর্ধমানের দেওয়ান দিঘি থানার পুলিশ গ্রেফতার করল। গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের (Jharkhand) পাকুড়ের একটি হোটেল থেকে অমিতকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, মাস খানেক ধরে ধৃত ভিন রাজ্যে গিয়ে গা ঢাকা দিয়েছিল। পুলিশ মোবাইল ট্র্যাক করে ওৎ পেতে বসেছিল। পাকুড়ের হোটেলে শুক্রবার ওঠে অমিত। খবর পেয়ে দেওয়ান থানার পুলিশ ও পাকুড় থানার পুলিশের সাহায্য নিয়ে শনিবার ভোরে তাকে গ্রেফতার করে। আরও জানা গেছে, দেওয়ান দিঘি থানার মালকিতা গ্রামের বাসিন্দা উমাশঙ্কর সাউকে চড়া সুদে টাকা ধার দেন বিজেপি বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের ২ নম্বর মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক অমিত মাকড়। প্রায়ই টাকা আদায়ে দোকানে হানা দিয়ে গালিগালাজ করতো অমিত।
আরও পড়ুন: ভেঙে যাচ্ছে আপ, নতুন দল তৈরি হলে নেতা কে?
গত ১৯ এপ্রিল দুপুরে মৌসম হাজরা নামে এক যুবককে সঙ্গে নিয়ে উমা সাউয়ের দোকানে চড়াও হয় অমিত মাকড়। সেই সময় দোকানের মালিক অর্থাৎ ঋণগ্রহীতা দোকানে ছিলেন না। ছিল তার নাবালক ছেলে। এরপর ক্রোধে উন্মত্ত হয়ে দোকানে হামলা চালায় অমিত। শুরু হয় ভাঙচুর। কিছুক্ষণ এরকম চলার পর উমাশঙ্করের ছেলে বাধা দিতে এগিয়ে আসে। তখন ক্রোধে অগ্নিশর্মা অমিত তার উপর পাত্র থেকে ফুটন্ত দুধ ছুড়ে মারে। এই আক্রমণে নাবালকের শরীরের অনেক অংশ দগ্ধ হয়। তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় মানুষজন।
এই হিংস্র আক্রমণের নেপথ্যে ছিল সুদের টাকা আদায়ের ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বিপদ বুঝতে পেরে এলাকা ছেড়ে গা ঢাকা দেয় অমিত। যদিও তার সঙ্গী মৌসম হাজরাকে পুলিশ পরদিন গ্রেফতার করে। কিন্তু অভিযুক্ত বিজেপি নেতা অমিত মাকড়ের হদিস পাচ্ছিল না পুলিশ। শনিবার ধৃত অমিত মাকড় কে বর্ধমান আদালতে পেশ করা হয় সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে।
দেখুন আরও খবর: