করোনা আবহে বিজেপির ভূমিকা নিয়ে বারংবার কটাক্ষ করতে দেখা গেছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। কেন সংক্রমণ বাড়ছে, দেশের কোভিড সংক্রমণের হার কমাতে কী কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার, এই সকল বিষয়ে কখনও সাক্ষাৎকারে, আবার কখনও ভিডিও কলের মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ্য করে একের পর এক অভিযোগ আনেন তিনি। শনিবার সকালে ফের একবার ট্যুইট করে ভ্যাকসিন নিয়ে কটাক্ষ করতে দেখা গেল রাহুল গান্ধীকে।
আরও পড়ুন : কোভিড নিয়ে কেন্দ্রকে তোপ রাহুল গান্ধীর
এ দিন সকালে রাহুল গান্ধী একটি গ্রাফের ছবি ট্যুইট করেন। যেখানে দেখা যাচ্ছে, ভারতে দৈনিক ৬৯.৫ লক্ষ টিকাকরণ প্রয়োজন। তবেই করোনার তৃতীয় ঢেউকে আটকানো সম্ভব হবে। কিন্তু গ্রাফে স্পষ্ট ডেকে যাচ্ছে, ভারতে দৈনিক টিকাকরণের পরিমাণ ৫০.৮ লক্ষ। যা লক্ষ্যমাত্রার থেকে প্রায় ২৭% কম। এই গ্রাফের ছবি পোস্ট করে রাহুল লিখেছেন ”Mind the gap!” গত মাসে কংগ্রেসের রিপোর্ড কার্ড পেশ করার সময় একই ভাবে কেন্দ্রকে নিশানা করেছিলেন রাহুল। সেবার তিনি বলেছিলেন, কেন্দ্রীয় সরকার যদি সঠিক সময়ে দেশের হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন, অক্সিজেন কিংবা বেডের জোগান বাড়ানোর ব্যবস্থা করত, তাহলে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমে যেত। কিন্তু কেন্দ্র তা করেনি। এই করোনা প্রবাহকে রুখতে কেন্দ্রকে আরও বেশি করে টিকাকরণ করার আর্জি জানিয়েছিলেন তিনি।