বেঙ্গালুরু: অতিমারীতে শুধু মানুষ নয়, অবস্থা খারাপ চিড়িয়াখানার পশুদেরও৷ চিড়িয়াখানা বন্ধ থাকায় টিকিট বিক্রিও হচ্ছে না৷ ফলে রোজগার তলানিতে৷ এদিকে আয় কমে যাওয়ায় পশুদের মুখে ঠিকমতো খাবারও তুলে দিতে পারছেন না কর্মীরা৷ এমন পরিস্থিতিতে পশুদের দেখভালের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন কর্নাটকের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷ সেই আবেদনের প্রেক্ষিতে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নামে সাদা বাঘ দত্তক নেওয়ার আবেদন জমা পড়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে৷
আরও পড়ুন: মুখোমুখি স্পাইডার ম্যান ও পোপ ফ্রান্সিস
হাম্পির অন্যতম সেরা আকর্ষণ অটল বিহারী বাজপেয়ী চিড়িয়াখানা৷ সেই চিড়িয়াখানার একটি সাদা বাঘ দত্তক নেন যুব কংগ্রেস কর্মীরা৷ গত ১৯ জুন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ৫১ তম জন্মদিন ছিল৷ ওই দিনই বাল্লারি এবং বিজয়নগরের যুব কংগ্রেস শাখার সভাপতি সিদ্দু সাদা বাঘটিকে দত্তক নেন৷ নাম দেন অর্জুন৷ ওই দিন চিড়িয়াখানায় গিয়ে তিনি এক লক্ষ টাকা জমা দিয়ে আসেন৷
পরে যুব সভাপতি বলেন, ‘রাহুল গান্ধীর জন্মদিনে আমরা কিছু সমাজসেবামূলক কাজ করতে চাইছিলাম৷ তখনই ঠিক হয়, চিড়িয়াখানার একটি সাদা বাঘ আমরা রাহুল গান্ধীর নামে দত্তক নেব৷ অর্থাভাবে ধুঁকতে থাকা চিড়িয়াখানার সমস্যা তাতে কিছুটা কমবে৷’ অপরদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, এক বছরের জন্য বাঘটির দায়িত্ব নিয়েছেন কংগ্রেস কর্মীরা৷ যদিও দত্তকের প্রক্রিয়া অনলাইনেই হয়৷ কিন্তু কংগ্রেস কর্মীরা চিড়িয়াখানায় এসে বাঘটিকে দেখতে চেয়েছিলেন৷ তাই অল্প সময়ের জন্য তাঁদের চিড়িয়াখানায় প্রবেশের অনুমতি দেওয়া হয়৷ দত্তকের শংসাপত্র খুব তাড়াতাড়ি তাঁরা পেয়ে যাবেন৷
আরও পড়ুন: মধ্যপ্রদেশে ডেল্টা প্লাস প্রজাতিতে প্রথম মৃত্যু মহিলার
সম্প্রতি কন্নড় অভিনেতা দর্শন তোগুদীপা সাধারণ মানুষের কাছে চিড়িয়াখানার পশুদের দত্তক নেওয়ার আবেদন জানিয়েছিলেন৷ তাঁর আবেদনের পরই চিড়িয়াখানায় আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসেন বহু মানুষ৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের কাছ থেকে এক কোটি টাকা তাঁরা সংগ্রহ করেছেন৷ পশুদের রক্ষণাবেক্ষণে এই অর্থ তাঁরা কাজে লাগাবেন বলে জানিয়েছেন৷