নয়াদিল্লি: দুই দশক পরে তালিবানের দখলে চলে গিয়েছে আফগানিস্তান। যা নিয়ে উদ্বেগে রয়েছে সমগ্র বিশ্ব। আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতির বড় বদল ঘটতে চলেছে। প্রবল প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এশিয়া মহাদেশের বিস্তীর্ণ এলাকায়। আর এই অবস্থায় ঘুম উড়ে গিয়েছে ভারতের বিদেশমন্ত্রকের।
আরও পড়ুন- সব শেষ হয়ে গেল, ভারতে ফিরে আক্ষেপ আফগান সাংসদের
দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের দিনে আফগানিস্তানের দখল নিয়েছিল তালিবান। সেই সময় থেকে গত এক সপ্তাহ ধরে ক্রমশ অবনতি হয়েছে পরিস্থিতির। কর্মসূত্রে বহু ভারতীয় ওই দেশে বসবাস করতেন। তাঁদের নিরাপদে দেশে ফেরানোর বিষয়ে উদ্যোগী হয় সাউথ ব্লক। সেই লক্ষ্যে বিশেষ ব্যবস্থা করে ভারতের বিদেশমন্ত্রক।
আরও পড়ুন- অচলাবস্থা কাটাতে তালিবানকে মেনে নিন, আবেদন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘনির ভাইয়ের
আফগানিস্তান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বিশেষ সেল গঠন করা হয়। হেল্পলাইন নম্বর, হোয়াটসঅ্যাপ এবং ই-মেল পরিষেবা চালু করা হয়। সূত্রের খবর, গত পাঁচ দিনে ওই সেলের দফতরে ২০০০ ফোন কল এসেছে। ওই সেলে নিযুক্ত কর্মীরা ছয় হাজার হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তর দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১২০০ ই-মেলের জবাব দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআই এই খবর প্রকাশ করেছে।
শনিবার ভারতীয় বায়ু সেনার বিশেষ বিমানে আফগানিস্তান থেকে ১৬৮ জনকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। যাদের মধ্যে ভারতীয় নাগরিক ছাড়াও ছিলেন বেশ কয়েকজন আফগান। বায়ু সেনার বিশেষ বিমানে করে তাঁদের নিয়ে আসা হয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলায় অবস্থিত হিন্দন জেলার সেনা ঘাঁটিতে।