ওয়েবডেস্ক- রাগ মিটিয়ে ভাইপোকে কাছে ডেকে নিলেন পিসি। মাত্র ৪০ দিনের ব্যবধানেই মন নরম হল বহুজন সমাজ পার্টির (BSP) প্রধান মায়াবতীর (Mayawati ) । ভাইপো আকাশ আনন্দকে (Akash Anand) শুধু দলেই ফেরালেন না, জাতীয় সমন্বয়কের (national coordinator) পদ দিলেন তিনি। রবিবার দিল্লিতে দলীয় কার্যালয়ে শীর্ষ নেতৃত্বের বৈঠক হয়, সেখানেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয় দলের তরফে। উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্বভারও আকাশকে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পিসি ও ভাইপোর মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। ভাইপোর আচরণে বীতশ্রদ্ধ হয়ে ২ মার্চ আকাশের হাত থেকে সমস্ত দায়িত্ব কেড়ে নেন মায়াবতী। দল থেকে বহিষ্কার করেন। পরে ১৩ এপ্রিল প্রকাশ্যে পিসির কাছে ক্ষমা চান তিনি। এর পরেই পিসির রাগ গলতে শুরু করে। তবে পিসি জানিয়ে দিয়েছেন, আগামীদিনে যেন কারও কথায় প্রভাবিত হয় না আকাশ। তখনই শোনা গিয়েছিল আকাশকে দলে ফেরানো হতে পারে। সেই মতো দলে ফেরানো হল আকাশকে।
আরও পড়ুন- রাষ্ট্রপতির প্রশ্নে সুপ্রিম জবাব, দেখুন বড় খবর
রবিবার দিল্লিতে জাতীয় স্তরের বৈঠক হয়। তার পর আকাশ আনন্দ বহুজন সমাজ পার্টির মুখ্য জাতীয় সমন্বয়কের পদ দেওয়া হল। আকাশ ছাড়াও আরও তিন জনকে জাতীয় সমন্বয়কের দায়িত্ব দিয়েছেন মায়াবতী। তাঁরা হলেন, রামজি গৌতম, রণধীর বেনিওয়াল এবং রাজা রাম।
তবে পিসি ও ভাইপোর মধ্যে মন কষাকষি নতুন কোনও ঘটনা নয়। গতবছর লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের দিন মায়াবতী এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভাইপো আকাশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। মায়াবতী লেখেন, “দল এবং দলিত আন্দোলনের বৃহত্তর স্বার্থে অভিজ্ঞতা অর্জন করা পর্যন্ত আকাশ আনন্দকে দলের ন্যাশনাল কো-অর্ডিনেটর পদ থেকে অব্যাহতি দেওয়া হল। আমার উত্তরাধিকারী হিসাব যে ঘোষণা করেছিলাম, সেটাও ওর পূর্ণ অভিজ্ঞতা আসা পর্যন্ত স্থগিত থাকবে’। কিন্তু তার পরেও একাধিকবার মান অভিমান ভুলে একাধিকভার আকাশকে কাছে টেনে নিয়েছেন মায়াবতী।
দেখুন আরও খবর-