নয়াদিল্লি: জঙ্গিদের গুলিতে আহত হয়েছিলেন স্বামী। ৪০ দিন লড়াই চালানোর পর হাসপাতালেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ভারতীয় সেনার নায়েক দীপক ন্যানওয়াল। স্বামীর অপূর্ণ কাজ শেষ করার লক্ষ্যে সেনাবাহিনীতে যোগ দিলেন শহীদ জওয়ান দীপক ন্যানওয়ালের স্ত্রী জ্যোতি ন্যানওয়াল। শনিবার ভারতীয় সেনায় লেফটেন্যান্ট পদে যোগ দেন তিনি।
১১ মাসের কঠোর প্রশিক্ষণের পর শনিবারই চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে ১৭৮ জন ক্যাডেট উত্তীর্ণ হয়েছেন। তাঁদের মধ্যে ১২৪ জন পুরুষ, ২৯ জন মহিলা এবং ২৫ জন বিদেশি রয়েছেন। জ্যোতিও সফলভাবে ট্রেনিং শেষ করেছেন। পাসিং আউট প্যারেডে (পিওপি) জ্যোতির সঙ্গে তাঁর দুই সন্তানও ছিল।
আরও পড়ুন: জেহাদি-মন্তব্যের জের, কঙ্গনার বিরুদ্ধে থানায় কংগ্রেস
স্বামীর রেজিমেন্টকে ধন্যবাদ জানিয়ে জ্যোতি বলেন, ‘২০ মে দীপক আমাদের গৌরবের জীবন উপহার দিয়েছিল। আমি তা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দীপকের রেজিমেন্ট প্রতিটি পদক্ষেপে আমার পাশে ছিলেন। আমার সঙ্গে মেয়ের মত ব্যবহার করেছে। বাকি জীবনটা এমনভাবে কাটাব, যা সন্তানদের জন্য উপহারের মতো হবে।’
ছেলে-মেয়েদের সঙ্গে জ্যোতি
দেহরাদুনের হাররাওয়ালার বাসিন্দা নায়েক দীপক ন্যানওয়াল, জম্মু ও কাশ্মীরের কুলগামে ২০১৮ সালের ১০ এপ্রিল জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আহত হন। ৩টি গুলি লাগে তাঁর শরীরে। এক মাসেরও বেশি সময় জীবন-মৃত্যুর লড়াইয়ের পর ২০ মে তিনি শহীদ হন। সেই সময়ই তাঁর স্ত্রী জ্যোতিও স্বামীর মতো দেশকে সেবা করার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: ক্যানিংয়ে তৃণমূল নেতাকে গুলি করে খুন, আটক এক
জ্যোতি সেনায় যোগ দেওয়ায় তাঁর সন্তানরাও গর্বিত। জ্যোতির ২ সন্তান রয়েছে। মেয়ে লাবণ্য চতুর্থ শ্রেণিতে পড়ে। ছেলে রেয়াংশ প্রথম শ্রেণির ছাত্র। দীপকের বাবা চক্রধর ন্যানওয়ালও সেনাবাহিনীতে ছিলেন। তিনি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ, কার্গিল যুদ্ধ সহ বিভিন্ন অপারেশনে অংশ নিয়েছিলেন। দীপকের দাদা সুরেশানন্দ ন্যানওয়াল একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
#WATCH | Newly commissioned Indian Army Officer Jyoti Nainwal, mother of 2 children is the wife of Naik Deepak Nainwal, who died after being shot while serving our nation in Indian Army operations in J&K in 2018.
(Source: PIB Tamil Nadu) pic.twitter.com/5hlrmGyAtV
— ANI (@ANI) November 20, 2021