ওয়েবডেস্ক- ঝাড়খণ্ডের (Jharkhand) কয়লাখনিতে ভয়াবহ দুর্ঘটনা (Mine Collapses) । পরিত্যক্ত একটি কয়লাখনিতে ধস নেমে মৃত্যু দুর্ঘটনা কবলে বেশ কয়েকজন শ্রমিক। এখনো পর্যন্ত একজনের দেহ উদ্ধার হয়েছে। দুর্ঘটনা সময় ওই কয়লাখনিতে খননের কাজ চলছিল বলেই জানা গেছে। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। ঝাড়খণ্ডের কয়লাখনিটি বেআইনি (Illegal mining) বলে খবর। খনির ছাদের একাংশ ধসে পড়ে বলে জানা গেছে। স্থানীয় বেশ কয়েকজন শ্রমিকে চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কুজু পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত অফিসার আশুতোষ কুমার সিংহ সাংবাদিকদের জানিয়েছেন, এখনও পর্যন্ত একজনের দেহ উদ্ধার হয়েছে। আরও অনেকে আটকে আছেন বলে খবর।
আরও পড়ুন- অমরনাথ যাত্রার পথে দুর্ঘটনার কবলে বাস
বেআইনি কয়লাখনিতে ধসের ঘটনা কোনও নতুন কিছু নয়। বার বার এই ঘটনা সামনে এসেছে। সেখানে বলি হতে হয়েছে নিরীহ শ্রমিকদের। অথচ এদের নেই কোনও নিরাপত্তা। অবৈধ খননের জেরে ধসে গিয়েছে রাস্তা, বসতি, কৃষিজমি। কিন্তু রাজনৈতিক পদে এবং পুলিশ-প্রশাসনের যোগসাজশে কয়লা মাফিয়াদের দৌরাত্ম্য ক্রমাগত বেড়ে চলেছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, পুলিশ এবং ইসিএল কর্তৃপক্ষের নজরদারির অভাবেই ‘পরিত্যক্ত’ ঘোষিত হওয়া কয়লাখনিগুলিতে অবৈধভাবে কয়লা খনন চলছে। কিন্তু প্রশাসনের কোনও হুঁশ নেই।
রামগড়ের ডেপুটি কমিশনার (ডিসি) ফয়েজ আহমেদ মুমতাজ জানিয়েছেন, উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে। কী কারণে এই দুর্ঘটনা তা খুঁজতে ঘটনাস্থলে রয়েছে উদ্ধারকারী দল।
দেখুন আরও খবর-