ওয়েব ডেস্ক: ফের শিরোনামে ইন্ডিগো বিমান (Indigo Flight)। ‘বিমানে বোমা রাখা আছে’ (Bomb in Flight) এমন আতঙ্কই ছড়াল পাঞ্জাবের মোহালি আন্তর্জাতিক বিমানবন্দরে (Punjab Mohali International Airport)! শনিবার পাঞ্জাবগামী (Punjab) বিমানটি হায়দরাবাদ (Hydrabad) থেকে পাঞ্জাব বিমানবন্দরে (Punjab Mohali International Airport) পৌঁছয়। তারপরেই শোনা যায় বিমানটির বাথরুমে (Flight Bathroom) বোমা মজুত (Bomb) আছে। এই খবর চাউর হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয় বিমানবন্দর চত্বরে। আজ মঙ্গলবার এই খবর সামনে আসতেই ফের একবার প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা নিয়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বম্ব ক্সোয়াড (Bomb Squad)। তবে কোনও বোমার সন্ধান পায়নি টিম।
সূত্রের খবর, শনিবার দুপুর ১২টার দিকে মোহালি আন্তর্জাতিক বিমানবন্দরে (Punjab Mohali International Airport) নামে পাঞ্জাবগামী ওই উড়ানটি। বিমানটিতে যাত্রী সংখ্যা ছিল মোট ২২০ জন। যাত্রীরা নামতেই বাথরুম পরিস্কার করা হয় বিমানটি। সেইসময় সাফাই কর্মীদের হাতে আসে একটি চিরকুট (Note)। তাতে স্পষ্ট উল্লেখ ছিল, ‘উড়ানে বোমা আছে। বিস্ফোরণ হলে প্রচুর মানুষ প্রাণ হারাবেন।’
আরও পড়ুন: কেন বন্ধ হয়েছিল রয়টার্সের অ্যাকাউন্ট? বিস্ফোরক দাবি এক্স-এর
তৎক্ষণাৎ বিমান কর্মীরা বিমান বন্দর থেকে যাত্রীদের অন্যত্র সরিয়ে দেয়। যোগাযোগ করা হয় বম্ব স্কোয়াড টিমে। যদিও তল্লাশি শেষে একটি বোমারও সন্ধান পায়নি টিম। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে ইন্ডিগোর সিকিউরিটি ম্যানেজার মনমোহন সিংয়ের বিরুদ্ধে। তবে কারা এই ফলস নোটটা বিমানে রাখল তা তদন্ত করে দেখা হচ্ছে।
দেখুন অন্য খবর