ইম্ফল: ফের উত্তপ্ত মণিপুর। মঙ্গলবার ভোর রাতে মণিপুরের সিরোউয়ে তল্লাশি অভিযান চলাকালীন কুকিদের গুলিতে মৃত্যু হয় এক বিএসএফ জওয়ানের। এর জেরে মণিপুরের ইন্টারনেট পরিষেবা আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল সরকার। আগামী ১০ জুন বিকেল ৩টে পর্যন্ত ওই রাজ্যে ইন্টারনেট এবং ব্রডব্য়ান্ড পরিষেবা বন্ধ থাকবে। এর জেরে নতুন করে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে মণিপুর জুড়ে। প্রসাশন সূত্রে জানা গিয়েছে, তল্লাশি অভিযানে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অসম রাইফেলসের ২ জওয়ান।
এদিন সেনার তরফে টুইট করে জানানো হয়েছে, বিএসএফের একজন জওয়ানের মৃত্যু হয়েছে। সিরোউয়ে অসম রাইফেলসের ২ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সেনা কর্তারা জানান, গুলিবিদ্ধ অসম রাইফেলসের কর্মীদের হেলিকপ্টারে মন্ত্রিপুখরিতে এনে সেখানকার হাসাপাতালে চিকিৎসা চলছে।
আরও পড়ুন: Coromandel Express | Runs | ভয়াবহ স্মৃতিকে সঙ্গী করেই বুধবার থেকে ফের লাইনে ছুটবে করমণ্ডল এক্সপ্রেস
সেনা সূত্রে খবর, অসম রাইফেলস, বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে সিরোউ এলাকায় গুলির সংঘর্ষ শুরু হয়। সেখানেই গুলিবদ্ধ হয়ে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়। পাশাপাশি দুজন অসম রাইফেলসের কর্মীও গুলিবিদ্ধ হন। এখনও তল্লাশি অভিযান চলছে।
দিন কয়েক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) চারদিনের সফরে দাঙ্গা বিধ্বস্ত ওই রাজ্যে গিয়েছিলেন। মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন শাহ। বিগত এক মাস ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর (Manipur Violence)। সংরক্ষণ নিয়ে মেতেই ও কুকি জনজাতির মধ্যে সংঘর্ষের জেরে প্রায় গোটা রাজ্যেই অশান্তি ছড়িয়েছে। এই পরিস্থিতিতে এদিনের এই ঘটনা নতুন করে আকও উত্তপ্ত করেছে পরিস্থিতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইম্ফলে বসে মণিপুরবাসীর কাছে শান্তিরক্ষার আবেদন জানান। কিন্তু তাতে অশান্ত মণিপুরকে শান্ত করা যাচ্ছে না। বিএসএফ জওয়ানের মৃত্যুতে পরিস্থিতি আরও জটিল হল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।