নয়াদিল্লি: মণিপুরে অসম রাইফেলসের কম্যান্ডিং অফিসারের গাড়িতে হামলা। চূড়াচন্দ্রপুর জেলার বেহিয়াংয়ের সেহকেন গ্রামের কাছে এই হামলা হয়েছে। গাড়িতে ৪৬ অসম রাইফেলসের কর্নেল বিপ্লব ত্রিপাঠী এবং তাঁর পরিবার ছিল। জঙ্গি হামলায় ওই অফিসার, তাঁর স্ত্রী এবং সন্তান নিহত হয়েছেন। কুইক রেসপন্স টিমের চার জওয়ানও নিহত হয়েছেন।
অসম রাইফেলসের জওয়ানরা বিপ্লব ত্রিপাঠীর কনভয়ের সঙ্গে ছিলেন। সকাল ১০টা নাগাদ জঙ্গিরা কনভয়ে হামলা চালায়। কম্যান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠীর স্ত্রী এবং সন্তান ঘটনাস্থলেই মারা যান। ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছেন জওয়ানরা। সূত্রের খবর, ওই এলাকায় গুলির লড়াই চলছে। এখন পর্যন্ত কাউকে ধরতে পারেনি জওয়ানরা।
আরও পড়ুন: কাশ্মীরে নকল জঙ্গি হামলার পরিকল্পনা, গ্রেফতার দুই বিজেপি কর্মী
শুক্রবার বিপ্লব ত্রিপাঠী বেহিয়াং এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। গত রাতে পরিবারের সঙ্গে তিনি ওখানেই ছিলেন। আজ সকালে কনভয় নিয়ে সেখান থেকে ফিরছিলেন বিপ্লব। সেই সময় বেহিয়াং থানা থেকে ৪ কিলোমিটার দূরে আচমকা কনভয়ের উপর হামলা চালানো হয়। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, নিষিদ্ধ মণিপুরি জঙ্গি সংগঠন পিপলস লিবারেশ আর্মি (পিএলএ) এই হামলার পিছনে রয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই হামলার কড়া নিন্দা করেছেন। তিনি টুইটে লিখেছেন, অসম রাইফেলসের উপর হামলার ঘটনার কড়া নিন্দা করছি। রাজ্য পুলিশ এবং জওয়ানরা জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছেন।
Strongly condemn the cowardly attack on a convoy of 46 AR which has reportedly killed few personnel including the CO & his family at CCpur today. The State forces & Para military are already on their job to track down the militants. The perpetrators will be brought to justice.
— N. Biren Singh (@NBirenSingh) November 13, 2021