আগরতলা: গরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হল ৪১ বছরের এক যুবককে। বৃহস্পতিবার ত্রিপুরার আগরতলার বলদাখাল এলাকায় এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম নন্দু সরকার। মৃতের পরিবারের দাবি,পশু প্রেমী হিসেবেই এলাকায় পরিচিতি ছিল ওই যুবকের। তাঁকে উদ্দেশ্যমূলকভবে খুন করা হয়েছে।পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পশ্চিম ত্রিপুরার জেলা পুলিশ সুপারের জানা, এই ঘটনায় খুনের মামলা নেওয়া হয়েছে। পুলিশ অপরাধীদের তল্লাশি শুরু করেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে বলদাখাল ব্রীজ এলাকায় নন্দুকে পিটিয়ে খুন করা হয়। জানা গিয়েছে, তাঁকে পোস্টের সঙ্গে বেঁধে গ্রামবাসীরা বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্ত্রী সোনালী দেব সরকারের অভিযোগ, তাঁর স্বামীকে গরু চোর অপবাদ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। মৃতের ভাই বলেন, এলাকায় নন্দু পশু প্রেমী হিসেবে পরিচিত ছিলেন। কখনও কোনও অসামাজিক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন না।
আরও পড়ুন: Lowest Car in the World | টায়ার ছাড়াই বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি
তাঁর অভিযোগ, পুলিশ প্রথমে কোনও পদক্ষেপ করেনি। পূর্ব থানার অধীনে ওই এলাকা হলেও বোধজংনগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। পরিবারের দাবি, প্রকৃত অভিযুক্তদের খুঁজে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।