বেঙ্গালুরু : মুখের মধ্যে করে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। কর্ণাটকের বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। কাস্টমসে তল্লাশি চালানোর সময় ধারা পরে যায় ওই ব্যক্তি।
অভিযুক্ত চেন্নাইয়ের বাসিন্দা। সে বুধবার দুবাই থেকে চেন্নাই ফেরে। কিন্তু বিমানবন্দরের কাস্টমসে তাকে আটকে দেন সেখানের কর্মীরা। কাস্টমসের কর্মীরা তাকে জিজ্ঞেসাবাদের সময় লক্ষ করেন যে, ওই ব্যক্তির কথা বলার সময় অসুবিধা হচ্ছে। পরে তার মুখ পরীক্ষা করা হয়। তখন দেখা যায়, তাঁর মুখের ভেতরে দু’টুকরো সোনা রয়েছে। ওজন করলে জানা যায়, সোনার ওজন প্রায় ১০০ গ্রাম। যার বাজার মূল্য হবে প্রায় ৪.৯ লক্ষ টাকা। সেই সোনা বাজেয়াপ্ত করা হয় এবং শুল্ক ফাঁকি দেওয়ার অপরাধে অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাকে জেরা করে পুলিশ জানতে পারে যে, ১৪ অক্টোবর দুবাই যায় সে। বিমানের মধ্যে থেকেও আরও ১৫টি সোনার টুকরো খুঁজে পেয়েছে তারা।
আরও পড়ুন : প্যান্টের কাপড়ের ভাঁজে সোনাপাচারের অভিনব চেষ্টা, বিমানবন্দরে ধরা পড়ে গেলেন যাত্রী