কানে ব্লুটুথ হেডফোন ফেটে মৃত যুবক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাজস্থানে। পুলিশ সুত্রে খবর, মৃত ওই যুবকের নাম রাকেশ কুমার নাগার। জয়পুর জেলার উদয়পুর গ্রামের বাসিন্দা ওই যুবক। বয়স ২৮ এর ওই যুবকের সামনেই চাকরির পরীক্ষা ছিল। তাই নিজের ঘরে বসেই একান্তে পড়াশোনা করছিলেন তিনি। প্রস্তুতি নিচ্ছিলেন পরীক্ষার। সেই সময় কানে হেডসেট লাগানো ছিল। হেডফোনটি একটি ইলেকট্রিক্স ডিভাইসের সঙ্গে লাগানো ছিল। ফলে হঠাৎ কানের মধ্যেই বিস্ফোরণ হয় হেডসেট টির। বিস্ফোরণ হতেই অচৈতন্য হয়ে পড়ে রাকেশ। এর পরই তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন দোকান করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
এই ঘটনায় চিকিৎসকরা জানিয়েছেন হেডফোনটির বিস্ফোরণে রাকেশের দুটি গানই ক্ষতবিক্ষত হয়ে গেছিল। এই ঘটনা খুবই বিরল। এর আগে এমন কোনও ঘটনা তাঁরা দেখেননি। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে সদ্য বিয়ে করেছেন রাকেশ। ফলে এই ঘটনায় ভেঙে পড়েছেন পরিবার ও আত্মীয়রা।
আরও পড়ুন আক্রান্ত দেবাংশু,সুদীপ-জয়া, রবিবার ত্রিপুরাজুড়ে তৃণমূলের বিক্ষোভ
সাধারণত আজকাল তরুণ প্রজন্মের হাতে ফোন আর কানে হেডফোন সব সময়ের সঙ্গি। তাই বেশ জনপ্রিয় এইরকম হেডফোন কিংবা ইয়ারফোন। কিন্তু এই হেডফোন থেকেই এত বড় মারাত্মক ঘটনা ঘটতে পারে, এই সম্বন্ধে এমন কোন ঘটনা জানা যায়নি এর আগে। ফলে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশে। যা নতুন করে ভয় ধরাচ্ছে ভারতবাসীদের।
আরও পড়ুন রাজ্যে ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ, শীর্ষস্থানে উত্তর ২৪ পরগনা