চেন্নাই : দুবাই থেকে ফ্লাইটে ২৪ ক্যারাটের ৮১০ গ্রাম সোনা নিয়ে আসেন এক ব্যক্তি। মলদ্বারে করে এই সোনা নিয়ে চেন্নাই পৌঁছন তিনি।
চারটে বান্ডিলে ভাগ করা ছিল ওই পরিমাণ সোনা। যার মোট ওজন ৯৪৮ গ্রাম। তার থেকে ৮১০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। যার বাজার
দর ৪০.৩৫ লক্ষ টাকা। কাস্টমসের নিয়ম অনুযায়ী কোনও ভারতীয় পুরুষ ২০ গ্রাম পর্যন্ত সোনা আনতে পারেন। একজন ভারতীয় মহিলার
ক্ষেত্রে এই সোনার পরিমাণ ৪০ গ্রাম। তবে গয়নার আকারে সোনা এলেই সেটি গ্রাহ্য হবে। যাঁরা বাইরে থাকেন তাঁদের জন্য অবশ্য কিছুটা
ছাড় আছে।
তবে চেন্নাই বিমানবন্দরে বিদেশ থেকে বেআইনীভাবে সোনা নিয়ে আসা খুব একটা বিরল নয়। বিশেষ করে আরবের দেশগুলি থেকে প্রায়শই
বেআইনীভাবে সোনা নিয়ে আসার ঘটনা ঘটে।
এবছরের জানুয়ারিতে কাস্টমসের আধিকারিকরা তিন দিন ধরে ধরপাকড় চালিয়ে প্রায় ৯ কেজি সোনা উদ্ধার করেছিলেন। দুবাই থেকে আসা
১৭ জনের তল্লাশি চালিয়ে মলদ্বারে করে আনা ৭.৭২ কেজি সোনা পাকড়াও করে কাস্টমস বিভাগ। ব্যাগ সমেত আরও অন্যান্য জায়গায়
তল্লাশি চালালে আরও বেশ কয়েকগ্রাম সোনা পাওয়া গিয়েছিল। মোট পরিমাণ দাঁড়িয়েছিল ৮.১৮ কেজি। যার বাজারদর ৪.১৬ কোটি। গত
বছরের ডিসেম্বরেও মলদ্বারে করে সোনা নিয়ে আসার সময় ধরা পড়ে দুজন।