২০ বছরের এক দলিত যুবককে প্রচণ্ড মারধরের অভিযোগ উঠল বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। তাকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে এনে শুরু হল ভীষণ মার। কিল, চড়, লাথি, ঘুষি বাদ রইল না কিছুই। উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার ঘটনা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে পরিষ্কার, রাস্তার ধারে দোকানে বসে থাকা ওই যুবককে লাঠি দিয়ে মারছে কয়েকজন ব্যক্তি। তারপর কলার ধরে টেনেহিঁচড়ে মাটিতে নামানো হল তাকে। এরপর শুরু হল প্রচণ্ড মারধর। এনডিটিভি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মারধর করার সময় ওই যুবককে তার জাত ছাড়তে বলা হয়। সে দলিত সম্প্রদায়ের জানার পর আরও জোরদার হয় মারধর।
একের পর এক লাথিতে কঁকিয়ে উঠছিল ওই সদ্য যুবক। কিন্তু তাতে কারও হৃদয় গলেনি। বন্ধ হয়নি মার। বিনা প্রতিরোধে মার খাচ্ছে ওই যুবক। উদ্ধার করতেও এগিয়ে আসেনি কেউ। ভিডিও ভাইরাল হতে সামনে আসে এই ভয়ঙ্কর ঘটনা। এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য অভিযুক্তদের খোঁজ চলছে।
মেঝেতে ফেলে লাঠি দিয়ে পেটানো হয় তাকে। যুবককে অর্ধউলঙ্গ করে গাছের সঙ্গে বাঁধা হয়। এরপর তার গোপনাঙ্গে লাঠি দিয়ে বারংবার আঘাত করতে দেখা যায় ভিডিওতে। পরে কানপুর হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে।
আরও পডু়ন : প্রকাশ্যে মহিলাপ্রার্থীর শ্লীলতাহানি, ছিঁড়ে ফেলা হল মনোনয়ন
কানপুর দেহাতের অতিরিক্ত এসপি জানিয়েছেন, ‘আমরা ভিডিও’র ব্যাপারে জানা মাত্রই মামলা দায়ের করা হয়েছে। ভাইরাল ভিডিও থেকে এক ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। আরও দু’জন ব্যক্তিকে ওই যুবককে মারধর করতে দেখা গেছে। তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জোগাড়ের চেষ্টা চলছে এবং তাদের গ্রেফতার করতে একটি দল গঠন করা হয়েছে।’